করোনার লক্ষণ থাকায় নাসিরনগর থেকে চিকিৎসা নিতে আসা নারীকে ঢাকায় প্রেরণ
মোঃ আজহার উদ্দিন ঃ করোনার লক্ষণ থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ১০ টার দিকে সুবলা নামের ৩০ বছর বয়সী ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তার স্বামী৷
জানা যায়- নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের ওই নারী প্রায়-৫-৭ দিন যাবত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আরিফুজ্জামান হিমেল জানান, করোনার প্রাথমিক লক্ষণসমূহ দেখা যাওয়ায় নিশ্চিত হওয়ার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
« ভারতে ‘জনতার কারফিউ’ এর ডাক দিলেন মোদি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) করোনাভাইরাস: যেসব কারণে বাড়তে পারে আক্রান্ত হওয়ার ঝুঁকি »