কমরেড নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার বিচার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৪টায় সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জরুরী প্রতিবাদ সভা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে তার কান্দিপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তারা বলেন, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইলের রূপগঞ্জ বাজারে নড়াইলের গণমানুষের ন্যায্য সংগ্রামের নেতৃত্ব দেয়ার কারণে সন্ত্রাসী গোষ্ঠী কমরেড নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সভায় বক্তারা অবিলম্বে এই জুয়ারী, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য কমরেড নজরুল ইসলাম, কমরেড ফিরোজ পাটোয়ারী, রমজান মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ জাবেদ, মোঃ আল আমিন, কামরুল প্রমুখ।