Main Menu

ওয়ার্ল্ড কনসার্নের আয়োজনে”১৮ বছরের আগে নববধু নয়” ক্যাম্পেইন

+100%-

আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমেব্রাহ্মণবাড়িয়া সদরে ১৮ বছরের আগে নববধূ নয়” ক্যাম্পেইনের শুরুতে র‌্যালির আয়োজন করা হয়।ক্যাম্পেইনটি সুহিলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফরহাদ হোসেন, বিশেষ অতিথি সুহিলপুর ইপজিয়া প্রকলেপর কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সভাপতি- জাহাঙ্গীর কবীর খান দুলাল, সভাপতি ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুর রশিদ ভুইয়া, এবং আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি,পিতামাতা, শিক্ষক, এবং ছাত্র-ছাত্রীরা।

এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন, আজ খুব গুরুত্বপূর্ন একটি দিন আর তা হল আজ কন্যা শিশু দিবস। এই কন্যা দিবসে আমরা সকল কন্যাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা তাদের সঠিক ভাবে যত্ন সহকারে লালন-পালনের মধ্যে দিয়ে মানুষের মত মানুষ করবো। ১৮ বছরের আগে কোন ভাবেই তাদের বিয়ের কথা চিন্তা করা যাবে না। বাল্য-বিবাহ খুবই ভয়ানক একটি বিষয়। বাল্য-বিবাহের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। বিশেষভাবে স্কুলগুলোতে বাল্য-বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে ছেলে-মেয়ে ক্লাসের শুরুতে ও পিতা-মাতাদের সচেতন করতে হবে বিভিন্ন মাসিক মিটিং এর মধ্যে দিয়ে। এতে করে আমাদের সমাজ থেকে কিছুটা হলেও বাল্য-বিবাহের হার কমে আসবে। তিনি উপস্থিত ছাএ-ছাএীদের বলেন, তোমাদের জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করলে ১০৯৮ হট লাইন নাম্বারে অথবা চেয়ারম্যার,মেম্বার এবং ওয়ার্ল্ড কনসার্ন প্রতিনিধিকে তোমরা জানাবে। এতে করে তোমরা সুরক্ষিত থাকবে। বিশেষ অতিথি তার বক্তবে বলেন আজ আমরা বাল্য-বিবাহের বিরুদ্ধে ক্যাম্পেইন করছি। আমরা বাল্য-বিবাহের বিষয়ে নিজে সচেতন থাকবো এবং অন্যদেরকে সচেতন করবো। যাতে করে কেউ বাল্য-বিবাহের শিকার না হয়।

সভাপতি মো: আব্দুর রশিদ ভুইয়া বলেন- সকলকে কন্যা দিবসের শুভেচ্ছা জানাই। ১৮ বছরের আগে আমরা কোন ছেলে-মেয়েকে বিয়ের সাজ সাজতে দিবো না। ছেলে-মেয়েদের লেখাপড়ার সুন্দর সুযোগ রয়েছে। এত সুন্দর সুযোগ ছেলে-মেয়েরা কোনভাবেই যাতে হাত ছাড়া না করে। ১৮ বছরের আগে বিয়ে হলে ছেলে-মেয়েরা নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। পিতা-মাতাদের প্রতি বিশেষ আহবান জানান যাতে করে কেউ ছেলে-মেয়েদের লেখাপড়া বাদ দিয়ে বিয়ের ব্যবস্থা না করে। তিনি ক্যাম্পেইনের উপস্থিত সকলকে প্রতিজ্ঞা করান যেন কেউ ১৮ বছরের আগে বিয়ে না করেন এবং বিয়ে না দেন। তিনি বাল্য-বিবাহের বিরুদ্ধে হটলাইন নাম্বার ১০৯৮ সম্পর্কে অবহিত করেন।

বাল্য-বিবাহ প্রতিরোধ ক্যাম্পেনেইর সঞ্চালনা করেনইপজিয়া প্রোগ্রাম অফিসার প্রবাল সাহা (অর্ক)। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন আজ কন্যা শিশু দিবস, আমরা তাদের প্রতি অধিক যত্ন বান হবো। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে বাল্য-বিবাহ নামক বিষয়টিকে মুছে দিবো। আমরা বাল্য-বিবাহের শাস্তি সম্পর্কে নিজে,নিজ পরিবারে এবং অন্যদেরকে জানাবো। আমরা সব সময় বাল্য-বিবাহের বিরুদ্ধে বিশেষভাবে সচেতন থাকবো।ক্যাম্পেইনের বিশেষ আর্কষণ ছিলো বাল্য-বিবাহের বিরুদ্ধে নৃত্য, গান ও কবিতা। এতে অংশগ্রহন করেন শিশু ফোরম এবং কিশোর-কিশোরীদলের সদস্যরা।ক্যাম্পেইনের শেষ পযায়ে সবাই একত্রে প্রতিজ্ঞাবদ্ধ হন বাল্য-বিবাহের বিরুদ্ধে রুখে দাড়াবে।






Shares