Main Menu

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

+100%-


দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য “এড. লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গতকাল ২৩ জুন মরহুমের বাসভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমের ছোট ভাই নাজমুল হাই সানি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা জজ কোর্ট এর পিপি বীর মুক্তিযোদ্ধা এড. এস এম ইউসুফ, স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ মুন্সী, মরহুম সাংসদের ভগ্নীপতি প্রকৌশলী সামছুল আলম, ছোট ভাই মনোয়ারুল হাই (মামুন) প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্র ও উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগের অবদান এদেশের ইতিহাসের অবিচ্ছেদ্ধ অংশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে যুগে যুগে আওয়ামীলীগ কে শক্তিশালী করেছেন জননেতা লুৎফুল হাই সাচ্চুর মত ত্যাগী নেতৃবৃন্দ। তারা ছিলেন সত্যিকারের আওয়ামীলীগ। আজ তাদের মত নেতা কর্মীর যথেষ্ঠ অভাব। বক্তাগন বঙ্গবন্ধুর আর্দশকে অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আওয়ামীলীকে আরো শক্তিশালী করার আহবান জানান। পরে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আওয়ামী নেতা কর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

(প্রেস বিজ্ঞপ্তি)






Shares