এক সপ্তাহের আল্টিমেটাম:: সাংবাদিক পীযূষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ডেস্ক ২৪:: জেলা নাগরিক ফোরামের সভাপতি ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাব চত্ত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা নাগরিক ফোরামের নেতৃবৃন্দরা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আজিজুল হক, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম খোকন, জেলা মুজিবসেনার সভাপতি শাহ আলম সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সুমেশ চন্দ্র রায়, হিন্দু বোদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংবাদিক আব্দুর নূর, জেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ দেব, পিস ভিশনের সভাপতি জাহাঙ্গির আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন এপিপি, জেলা নাগরিক ফোরামের সহ – সভাপতি আতাউর রহমান শাহিন, কাউতলির বিশিষ্ঠ সরদার আব্দুর রহিম, নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইকবাল খান, জেলা খেলাঘরের সাধারন সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন চৌধূরী রনি, জেলা মুক্তযোদ্ধার সন্তুান কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, বিশিষ্ট সমাজ সেবক কমরেড নজরুল ইসলাম, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহদৎ হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, আর টিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, নবচেতনার জেলা প্রতিনিধি মো: শফিকুল আলম শ্রমিক নেতা জসিম উদ্দিন জমশেদ, জাগোনিউজের আজজুল ইসলাম সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আলী আসিফ গালিব, জেলা নাগরিক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজান আনসারি, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল হক, উদিচির সহ সাধারন সম্পাদক নিতিশ রায়, ফজলুর হক রতন, ফয়সল উদ্দিন ভ’ইয়া প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৮দিন পেরিয়ে গেলেও সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের উপর হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। শিগ্গির এ হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা। উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জের মাধবপুরের আদাউর নামক স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। এ সময় সাংবাদিক পীযূষ কান্তিআচার্যের সঙ্গে থাকা তার চার সহযোগীও আহত হন।