উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার প্রতীকে ভোট দিন:: ৫নং ওয়ার্ডে নির্বাচনী পরামর্শ সভায় মিসেস নায়ার কবির
আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের এক নির্বাচনী পরামর্শ সভা গত বুধবার ব্রাদ্রার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও কানু লাল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আনার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা সুভাষ পাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা যুবলীগের সহ সভাপতি সুমন মিয়া, দপ্তর সম্পাদক রিটন রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল মিয়া, ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল বাছেদ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে কামাল মিয়া, তাপস পাল, বিপ্লব, মনির হোসেন, নুরু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এ সময় আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও পৌর এলাকার উন্নয়নে নৌকা মার্কায় বিকল্প নেই।’ বিগত পাঁচ বছরে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিকভাবে যে উন্নয়ন করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি আধুনিক পৌরসভা বিনির্মাণে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’ তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিন। মনে রাখবেন নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক।