ইউপি নির্বাচনঃঃ মজলিশপুর ও সুহিলপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মজলিশপুর ইউনিয়নে বিএনপি মনোনিত প্রার্থী কামরুল হাসানের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এক নির্বাচনী পথসভা গতকাল বিকাল ৫ ঘটিকায় মঈন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মজলিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কমিটির সভাপতি নিয়ামত খানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আলী আজম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদর থানা যুবদলের আহ্বায়ক এড. আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সদস্য আতিকুল হক জালাল, জেলা ছাত্রদলের সহ সভাপতি এড. শরিফুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, সাংগঠনিক সম্পাদক শেখ মো: হাফিজুল্লাহ, মজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ড. ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম মুন্সী, ডা. ধন মিয়া ও ফরিদ মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ।
অপর দিকে সন্ধ্যা ৭ ঘটিকায় সুহিলপুর ইউনিয়ন বিএনিপর প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোবারক মুন্সীর ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনী পথসভা সুহিলপুর ইউনিয়ন পরিষদ কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী পথসভায় খসরু মোল্লার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, এড. গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু শামীম মো: আরিফ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আলী আজম, জেলা বিএনপির সদস্য জিয়াউদ্দিন মুন্সী আঙ্গুর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সদর থানা যুবদলের আহ্বায়ক এড. আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সদস্য আতিকুল হক জালাল, জেলা ছাত্রদলের সহ সভাপতি এড. শরিফুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর, সাংগঠনিক সম্পাদক শেখ মো: হাফিজুল্লাহ ও রুবেল মুন্সী প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে হারানো গণতন্ত্রকে পূনরায় ফিরিয়ে আনার যে উদ্দ্যোগ গ্রহণ করেছেন আমরা বিএনপি নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বাগত জানাই পাশাপাশি ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদ্ধাত্ত্ব আহ্বান জানাচ্ছি।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, হামলা-মামলা দিয়ে এবং বিএনপির নেতাকর্মীদেরকে পুলিশি নির্যাতনের ভয় দেখিয়ে ধানের শীষের বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না। নির্বাচনী পথসভায় উপস্থিত সকলকে তিনি নির্বাচনের দিন নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে কেন্দ্র পাহাড়া দিয়ে বিএনপি মনোনিত প্রার্থীর বিজয়কে সুনিশ্চিত করতে হবে।প্রেস রিলিজ