আহত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি’র শয্যাপাশে পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব
ব্রাহ্মণবাড়িয়ায় ২৮শে ফেব্রুয়ারি হেফাজতের হরতাল চলাকালে হামলায় গুরুতর আহত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা রিয়াজউদ্দিন জামির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। শনিবার সন্ধ্যায় শহরের কালাইশ্রী পাড়াস্থ বাসভবন এস, এফ গার্ডেনে এসে আহত জামির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সান্তনা দেয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশপাশি তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, আইসিটি সম্পাদক জালালউদ্দিন রুমি, এনটিভির স্টাফ রিপোর্টার, শিহাবউদ্দিন বিপু, জেল ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল প্রমূখ।