আগামী ৬ জুলাই রথযাত্রা মহোৎসব ও রথমেলা
স্টাফ রিপোর্টার ॥আগামী ৬ জুলাই, বুধবার ২১ শে আষাঢ় আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ও রথমেলা উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৯দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৪টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধামাধব মন্দির হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী গিয়ে শেষ হবে। ১৪ জুলাই বৃহস্পতিবার উল্টো রথযাত্রার শোভাযাত্রা শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধামাধব মন্দিরে গিয়ে শেষ হবে। এছাড়াও ৬ জুলাই থেকে ১৪ জুলাই ৯ দিনব্যাপী ভোর হইতে রাত পর্যন্ত শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্য দিয়ে উক্ত রথযাত্রা মহোৎসব ও রথমেলা উদযাপিত হবে।
এতদপলক্ষে উক্ত অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া রথযাত্রা উদযাপন কমিটির ভক্তবৃন্দ।