Main Menu

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল

আইভী রহমান নারী আন্দোলন ও গণতন্ত্র আন্দোলনের অগ্রদূত ছিলেন:: বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

Untitled২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমান সহ হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, উপদেষ্টা পরিষদ সদস্য মিনারা আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ও নারীনেত্রী শামীমা মুজিব। অনুষ্ঠান পরিচালনা জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনির হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, আইভী রহমান নারী আন্দোলন ও গণতন্ত্র আন্দোলনের অগ্রদূত ছিলেন। তিনি সব সময় সাধারণ মানুষের সাথে মিলে মিশে কাজ করতেন। পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ বাছির।প্রেস রিলিজ






Shares