Main Menu

সাম্প্রদায়িক সহিংসতার কারণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

+100%-

সাম্প্রদায়িক সহিংসতার কারণে শ্রীলঙ্কায় দশদিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকারের একজন মুখপাত্র আজ (৬ মার্চ) জানান, দেশটির মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের একদিন পর এই জরুরি অবস্থা জারি করা হলো।

গত বছর থেকে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে শ্রীলঙ্কায়। কয়েকটি চরমপন্থি বৌদ্ধ সংগঠনের দাবি, মুসলমানেরা অন্যদের জোর করে ধর্মান্তরিত করছে এবং কয়েকটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভাঙচুর করেছে।

এছাড়াও, বৌদ্ধ জাতীয়তাবাদীরা দ্বীপ দেশটিতে রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের উপস্থিতির প্রতিবাদ করছে। এই রোহিঙ্গারা বৌদ্ধ প্রধান মিয়ানমার থেকে উদ্বাস্তু হয়ে অপর বৌদ্ধ প্রধান দেশ শ্রীলঙ্কায় আশ্রয় নিয়েছে।

মুখপাত্র দয়াসিরি জয়াসেকারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ায় তা বন্ধ করতে মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

এছাড়াও, ফেসবুকের মাধ্যমে যারা সংঘাত ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সংখ্যাগুরু বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সংঘর্ষ এড়াতে গতকাল ক্যান্ডি শহরে কার্ফু জারি করা হয়।






Shares