Main Menu

বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২, চেয়ারম্যান লাঞ্চিত

+100%-



প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। এর মধ্যে দরিকান্দির ১ জন ও কাঞ্চনপুরের ১১জন। এসময় ছয়ফুল্লাকান্দি ইউপি চেয়ারম্যান দরিকান্দির লোকজনের কাছে লাঞ্চিত হয়েছে। গত রোববার রাতে কাঞ্চনপুর ও ছয়ফুল্লাকান্দি গ্রামের লোকজনের মাঝে ছয়ফুল্লাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। দরিকান্দি গ্রামের গত রোববার রাতে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার দরিকান্দি গ্রামকে ঝগড়া করার জন্য চ্যালেঞ্জ ছুড়লে উত্তেজিত দরিকান্দির লোকজন তুষারের উপর ক্ষুব্ধ হয়ে গালমন্দ করে তার উপর চড়াও হয়। এ ঘটনার জের ধরে  সোমবার সকালে দরিকান্দি গ্রামের ৯ শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামে আসে। এ পরিস্থিতিতে তুষার চেয়ারম্যান বাঞ্ছারামপুর থানা পুলিশের আপ্রাণ প্রচেষ্টায় দরিকান্দির লোকদের নিয়ন্ত্রণ করে। এসময় দরিকান্দির লোকজন হামলা করতে কাঞ্চনপুর গ্রামে আসছে খবর পেয়ে গ্রামের লোকজন ও তুষার চেয়ারম্যান অন্যত্রে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে আতঙ্গ বিরাজ করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, সংঘর্ষের জন্য প্রস্তুুতি নিচ্ছে খবর পেয়ে আমার ফোর্স নিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।






Shares