Main Menu

বাঞ্ছারামপুরে ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের কর্মশালা অনুষ্ঠিত

+100%-
নবীনগর সংবাদদাতা : ‘লেনদেন, কেনাবেচা, সঞ্চয়-মোবাইলে এখন সবই সম্ভব’- এ শ্লোগানকে সামনে রেখে ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অফিস কার্যালয়ে শুক্রবার ব্যাংকের স্থানীয় এজেন্টদের নিয়ে এক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়। দিনভর অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপজেলা অফিসের ব্যবস্থাপক মো. মহসিন পারভেজ। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দুধ মিয়া মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ আহাম্মদ বাবু, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা ও সাপ্তাহিক বাঞ্ছারামপুর সংবাদের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম,এ আওয়াল এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের ব্রাহ্মণবাড়িয়া  জেলার এরিয়া ম্যানেজার এডভোকেট এনামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন ব্যাংকের স্থানীয় ফিল্ড অফিসার বাবুল মিয়া। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্কৃতি ও সংবাদকর্মী গৌরাঙ্গ দেবনাথ অপু।
বক্তারা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন দিক ও সুযোগ সুবিধার কথা উল্লেখ করে এর কার্যক্রমকে আরও গতিশীল করে দ্রুত তৃণমূল পর্যায়ে এর কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় এজেন্টদের প্রতি জোর আহবান জানান। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধশত এজেন্ট অংশ গ্রহন করেন।






Shares