Main Menu

বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

+100%-
ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার ইফতারের পূর্বে উপজেলার সীমান্তবর্তী ফরদাবদ গ্রামের রবির বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ফরদাবাদ গ্রামের ছেদু মিয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় এলাকার আব্দুল করিমের লোকজন মাদক ব্যবসায় বাধা প্রদান করে আসছিল। এর জের ধরে গত বৃহষ্পতিবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় পরে সংঘর্ষে লিপ্ত হয়। আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের মধ্যে ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান (৫০), রফিক মিয়া (৩২), এয়ার হোসেন (২৫), মোঃ আলাউদ্দিন (৩৫), নজরুল মিয়া (২৩), আব্দুল করিম (৫০), মধু মিয়া (৫৫), মহসিন মিয়া (২৫), আক্তার হোসেন (২৭), সোলেমান মিয়া (২৮)সহ ১৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দয়ে হয়েছে। । খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাঞ্ছারামপুর এসআই মোঃ  কবির হোসেন জানান, ছেদুর মাদক ব্যবসায়ে বাধা দেয় আব্দুল করিমের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।






Shares