Main Menu

বাঞ্ছারামপুরে ভিটামিন এ-ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন

+100%-


প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর,পার্শ্ববর্তী হোমানা,নবীনগর উপজেলার প্রায় ৫ লাখ নানা বয়সী শিশুদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রায় সহস্রারাধিক স্বাস্থ্যকর্মী,এনজিও,প্রাথমিক-কিন্ডারগার্টেন স্কুলসমূহের শিক্ষক,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান,সরকারের পরিবার-পরিকল্পনা বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মঙ্গলবার ভিটামিন ক্যাপসুল সাফল্যের সাথে খাওয়ানোর খবর নিশ্চিত করেছে উল্লেখিত তিন উপজেলার ক্যাম্পেইং পরিচালনাকারি সংশ্লিষ্ট সরকারি,বেসরকারি,এনজিও কর্মকর্তাগণ। পূর্বঘোষিত ১২মার্চ জাতীয়ভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে নীল,লাল,কৃমিনাশক ট্যাবলেট ও ক্যাপসুল ৬মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের খাওয়ানোর কর্মসূচীতে এলাকার বিভিন্ন হাসাপতাল,ইউপি স্বাস্থ্যসেবা কেন্দ্র,কম্যিউনিটি কিনিক,এনজিও কার্যালয়,লঞ্চ ও ষ্টেশনসহ জনসমাগম হয় এমনস্থানগুলোতে সায়িয়ানা টানিয়ে উৎসাহের সাথে শিশুদের অভিভাবকরা তাদের বয়সনুযায়ী ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে দেখা যায়।






Shares