Main Menu

বাঞ্ছারামপুরে অজ্ঞাত লাশের পরিচয় খুজছে পুলিশ

+100%-

উপজেলা প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গোদারাঘাট সংলগ্ন তিতাস নদীতে ভাসমান পচাগলা অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত ব্যাক্তির (৫০) লাশের পরিচয় খুজছে পুলিশ। উদ্ধারের ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। মামলা নং-০২, তাং- ১১/১২/২০১৭ইং। ময়না তদন্ত শেষে জানা গেছে এই ব্যক্তিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুটি স্বাভাবিক না হওয়ায় পরবর্তীতে বাঞ্ছারামপুর থানার এসআই আশরাফুল হক আরেক হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১০, তাং- ৩১/০৫/২০১৬ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলাটি পিবিআই এর উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া তদন্ত করছেন। মামলাটির তদন্তের স্বার্থে লাশের পরিচয় খুজতে শুরু করেছে পুলিশ।
পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক আনিছ আহমেদ জানান, গত ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গোদারাঘাট সংলগ্ন তিতাস নদীতে পচাগলা অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির (৫০) মৃতদেহ ভাসতে দেখে ওই এলাকার চোকিদার আব্দুল মোতালিব (৫০) কে জানায় এলাকাবাসী। চোকিদার ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করতে না পেরে পুলিশকে খবর দেয়। পরে বাঞ্ছারামপুর থানার এসআই ময়নাল হোসেন ঘটনাস্থলে পৌছে আইনগত কার্যক্রম শেষে ময়না তদন্তের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত রিপোর্টে ওই ব্যক্তি শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হয়। বর্তমানে ওই ব্যক্তির পরিচয় না পাওয়ায় মামলাটি তদন্ত করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো জানান, লাশের সনাক্ত সম্ভব হলে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করতে সহজতর হবে। লাশ সনাক্তের জন্য পাশ্ববর্তী জেলাসহ সম্ভাব্যস্থানে অনুরোধ করা হচ্ছে।






Shares