Main Menu

বাঞ্ছারামপুরে সরকারি চালসহ ৪ ইউপি সদস্য আটক

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্যদের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সদস্যসহ স্থানীয় চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে চালান করা হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

বাঞ্ছারামপুর মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা জানান, মূলত মহিলাবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ পাঁচ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য ওইসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন।

তিনি জানান, নিয়ম অনুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এসব চাল ইউপি সদস্যদের প্রত্যেকের বাড়ি থেকে জব্দ করে এবং একজন নারী সদস্যসহ ৪ জন ইউপি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে।

বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’






Shares