Main Menu

নয়ন হত্যা মামলায় ক্যাপ্টেন তাজ ৯ দিনের রিমান্ডে

+100%-

বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের এমপি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে শুনানী শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত তাকে ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে আসামীর পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলনা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে এডভোকেট কামরুজ্জামান মামুন , তারিকুল ইসলাম রোমাসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এবি তাজুল ইসলাম এর ফাঁস দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়।

কোর্ট ইন্সটেক্টর দিদারুল ইসলাম জানান, ঢাকা থেকে আটকের পর বুধবার দুপরে আদালতে উপস্থিত করে ১০ দিনের নিমান্ড চাওয়া হলে শুনানী শেষে আদালত ৯ দিনের মঞ্জুর করে। উল্লেখ্য ২০২২ সালের ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরে নয়নকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে কনস্টেবল বিশ্বজিৎকে প্রধান আসামি করে এসপি আনিসুর রহমান, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। তবে ওই মামলা খারিজ করে দেন আদালত।

এর আগে, একই বছর ২০ নভেম্বর এ ঘটনায় পুলিশের এসআই আফজাল হোসেন বাদী হয়ে হত্যা, পুলিশের কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে মারধর ও সরকারি সম্পদের ক্ষতির অভিযোগ একটি মামলা করেছিলেন। ওই মামলায় ১৭ জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় গ্রেফতার করা হয় সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে।

বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান মামুন ও তারিকুল ইসলাম রোমা বলেন, ছাত্রদলের নয়নকে আওয়ামী ক্যাডাররা পুলিশের ছত্রছায়ায় হত্যা করেছিল। তখন আদালতে একটি মামলা করলেও তা গ্রহণ করা হয়নি। এই তাজের নির্দেশে মামলাটি খারিজ হয়। এখন মুক্ত পরিবেশ হওয়ায় পুলিশের মামলায় ক্যাপ্টেন তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।