Main Menu

Wednesday, October 25th, 2023

 

আশুগঞ্জে ময়লার স্তূপে মিললো নবজাতকের লাশ

আশুগঞ্জে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপের উপরে নবজাতকের অর্ধগলিত লাশটি পাওয়া যায়। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে গোলচত্ত্বরের দক্ষিণ পাশের ময়লার স্তূপে প্লাস্টিকের বস্তার উপরে পড়েছিল নবজাতকের লাশটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। তারপর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, কারা কখন নবজাতকটিকে ফেলে গেছে সেই তথ্য জানাতে পারেননি স্থানীয়রা।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


নবীনগরে চুরি রোধে দেয়া তারে বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু

  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের একটি হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে। আলী আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের আব্দুল বারেকের ছেলে। সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস পালনের জন্য একটি বড় খামার গড়ে তুলেন। ওই খামার সার্বক্ষনিক দেখাশোনা করতেন তিনি। পাহারা দেবার সময় হাঁস চুরি রোধে খামার বেষ্টিত তারে জড়িয়ে আলী আহমেদ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকেবিস্তারিত


রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়- ব্রাহ্মণবাড়িয়ায় ইসি আনিছুর

দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। কমিশনার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ৪৪টি দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড করতে নির্বাচন কমিশনবিস্তারিত