Monday, November 10th, 2014
নৌযান শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন : আশুগঞ্জ নৌবন্দরে আটকা ৩০০ জাহাজ
নৌপথে ডাকাতি, চাদাঁবাজি বন্ধ ও নৌযান শ্রমিকদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দর। ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ রোববার সকালে কার্গো জাহাজ থেকে ভারতীয় চাল খালাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে আশুগঞ্জ নৌবন্দর থেকে ত্রিপুরায় চাল পরিবহনও বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার পর নৌবন্দর থেকে ছেড়ে যায়নি কোনো নৌযান। আশুগঞ্জ থেকে ৬টি নৌরুটে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এতে লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ধর্মঘটের দ্বিতীয় দিনে আশুগঞ্জ নৌবন্দরে বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়া জাহাজের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এসববিস্তারিত