Main Menu

Tuesday, November 4th, 2014

 

শহরের ড্রেনকে যারা ডাষ্টবিন বানায় তাদের সচেতন করুন-মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ড্রেনে ময়লা ফেললে শহরের ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়, পানি উপচে পরে জলাবদ্ধতা সৃষ্টি করে, রাস্তার স্থায়ীত্ব কমে যায়। ময়লা পানি দূর্গন্ধ ছড়ায়, মসা মাছির উপদ্রব হয় ও নানা রোগ বালায় ছড়ায়। তিনি বলেন শহরের ড্রেনকে যারা ডাষ্টবিন বানায় তারা শহর পরিছন্নতার শত্রু। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কোথাও কাওকে ড্রেনে ময়লা ফেলতে দেখলে তাকে এ সমস্ত বিষয়ে সচেতন করতে হবে। মেয়র, গতকাল সকালে পৌরসভার মসজিদ রোডের মহাদেব পট্টি এলাকায় ড্রেন নির্মান কাজের উদ্বোধনবিস্তারিত