Tuesday, October 29th, 2013
সরাইলে হরতাল পালিত
ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া – আহত ১০, গ্রেপ্তার-১ মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের গতকাল শেষ দিন । মহাজোট সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ১৮ দলের হরতালে সরাইল ছিল উত্তপ্ত। সকাল থেকেই হরতাল সমর্থন কারীদের মিছিলে মিটিং-এ সরগরম হয়ে পড়ে সরাইলের রাজপথ। হরতাল চলাকালে ইসলামী ঐক্যজোটের মিছিল থেকে প্রাতঃবাজার এলাকায় শ্রমিক লীগ নেতা মিছির আলীর সিএনজি অটোরিক্সা চলাচলে বাঁধা দেওয়ায় উত্তেজিত হয়ে পড়ে শ্রমিকরা। ফলে ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের মধ্যেবিস্তারিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
৬০ ঘন্টা হরতাল কর্মসূচীর শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম এ প্রকাশিত নাসিরনগর হরতালে বিএনপি ও বিজেপির মিছিলের সংবাদটি বিভ্রান্তিমূলক। এ ধরনের তথ্য প্রকাশ করায় উপজেলা বিএনপি বিস্মিত। উক্ত সংবাদটিতে বলা হয়েছে নাসিরনগর উপজেলা চেয়ারম্যান, বিজেপি জেলার আহ্বায়ক সকাল ৬ টায় হরতালে আসেন, যাহা সত্য নয়। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি সকাল ১০ টায় একটি মিছিল নিয়ে এসে সদর প্রদক্ষিণ করে চলে যান। মিছিলের অংশগ্রহনকারীর সংখ্যা ২ হাজারের বেশী ছিল না এবং উপজেলা বিএনপির নেতৃত্বে সদর ইউনিয়নসহ ১৩ ইউনিয়নের নেতৃত্বে প্রায় ৫ হাজার বেশী ব্যক্তি অংশগ্রহণ করে।(প্রেস বিজ্ঞপ্তি)
সম্মেলন বিহীন যুবলীগের কমিটি ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া। গণহারে পদত্যাগ করার হুমকি
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সম্মেলন স্থগিত করে সম্মেলন বিহীন কমিটি ঘোষণা করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি পদ প্রার্থী আবু জাহেরর সভাপতিত্বে কসবা উপজেলা পরিষদে গত কাল মঙ্গলবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান ও কসবা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। এই সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা যুবলীগ সভাপতি পদ প্রার্থী সৈয়দাবাদ কলেজের সাবেক ভিপি আলমগীর, সভাপতি পদ প্রার্থী আকছির আহাম্মেদ,সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এইচ মানিক,কসবা উপজেলা ছাত্রলীগেরবিস্তারিত
আখাউড়ায় ১৪৪ ধারা
প্রতিনিধি : আখাউড়ায় আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে, একই সময়ে সমাবেশ ডাকায় প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করে মঙ্গলবার সকাল থেকে মাইকিং করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুরশিদ শাহরিয়ার জানান, আইন শৃংখলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রসঙ্গত, গত রোববার বিএনপির ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিনে আখাউড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরদিন সোমবার পৌরবিস্তারিত
নাসিরনগরে বিজেপি ও বিএনপির পৃথক হরতাল কর্মসুচী পালিত ।
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগরঃ১৮ দলের কেন্দ্রীয় ঘোষিত টানা ৬০ ঘন্টার হরতাল কর্মসূচীর শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা বিজেপি ও বিএনপি শান্তিপুর্ণৃ ভাবে সকাল থেকে পৃথক হরতাল কর্মসূচী পালন করে । ভোর ৬ টা কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান জেলা বিজেপির আহবায়ক সারা বাংলাদেশে সফল উপজেলা চেযারম্যান হিসাবে একাদিক সনদ ও স্বর্ণ পদক প্রাপ্ত নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা,নাসিরনগরের মাটি ও মানুষের নেতা মোঃ আহসানুল হক মাষ্টারের নেত্রীত্বে প্রায় ৪ হাজার, অপরদিকে উপজেলা বি এন পির সাধারন সম্পাদক ,গোর্কন ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নেত্রীত্বে প্রায় আড়াই হাজার লোকেরবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্বক হরতাল পালন। ধাওয়া পাল্টা ধাওয়া
শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বাত্বক হরতাল পালন হচ্ছে। বিগত দিনের হরতালগুলোর দেখা গেছে দুপুর বারটার পর রিক্সা চলাচল করতে। এ দিনের হরতালের দেখা গেছে এর ব্যতিক্রম। বিএনপি’র কর্মীরা বিকেল পর্যন্ত শহরের রিক্সা চলাচল করতে দেয়নি। এতে নিম্ন আয়ের মানুষরা পড়ছে চরম বিপাকে। ব্রাহ্মণবাড়িয়া হল রাজনৈতিক সম্প্রীতির শহর। এ শহরে গত তিন বৎসর আওয়ামী লীগ বিএনপি কোন সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়াও হয়নি। কিন্তু বর্তমান হরতালে দেখা গেছে ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনাও ঘটতে। হঠাৎ করে শহরের রাজনীতি এমন উত্তপ্ত হচ্ছে কেন জানতে চাওয়া হয় পৌরসভার সাবেক মেয়র জেলাবিস্তারিত
কসবায় বিএনপির হরতাল সমর্থকদের মাঝে হাতাহাতি। মাইক্রোবাস ভাংচুর
খ.ম.হারুনুর রশীদ ঢালী : কসবা উপজেলা বিএনপি ও ১৮ দলের হরতাল পালন কালে কসবা নতুন বাজারে নেতাকর্মীদের মাঝে এক সংঘর্ষ বাধে। অপর দিকে দুপুরে সাহাপাড়া রোডে বৃটিশ টোব্যাকো কোম্পানির ঢাকা মেট্রো-চ-৫৪-০০০৬ একটি মাইক্রো হর ৩/৪টি রিক্সা হামলা চালিয়ে হরতাল সমর্থকারীরা ব্যাপক ভাংচুর করে। সকালে হরতালের সমর্থনে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা কয়েকদফা লাঠি সোটা নিয়ে মিছিল অংশ নেয়। তবে এসময় পুলিশকে নিরব ভূমিকায় দেখা গেছে। পরিশেষে কসবা স্বাধীনতা চত্বরের পাশে হরতাল সমর্থক সমাবেশ অনুষ্ঠিতহয়। এদিকে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট ও যানবাহন চলাচল সম্পূণ রূপে বন্ধ থাকে।