Saturday, October 26th, 2013
রোববার থেকে ৬০ ঘণ্টার টানা হরতাল বহাল থাকবেঃ বিএনপি।দুঃখ পেয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক ২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে অনুরোধ করা সত্ত্বেও কাল থেকে টানা তিনদিনের হরতাল প্রত্যাহার করতে রাজি হননি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সংবাদ সম্মেলন করে এই কথা জানিয়েছেন। দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর এক বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়ে জানান মারুফ কামাল। তিনি জানান, প্রধানমন্ত্রী বারবার হরতাল প্রত্যাহারের আহ্বান জানালেও খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর এই অনুরোধ অনেক দেরিতে এসেছে। হরতাল ডাকা হয়েছে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে। কর্মসূচি ঘোষণার পর থেকে জোটের নেতা-কর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাড়িয়ে বেড়াচ্ছে, এমনবিস্তারিত
প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
নবীনগর সংবাদদাতা :জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সদ্যপ্রয়াত বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণে শনিবার (২৬.১০.১৩) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ক্লাব কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু। স্মরণসভার শুরতেই প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে গিয়াস কামাল চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অংশ নেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহনূর খান আলমগীর, স্থানীয় সাপ্তাহিক ‘মলয়া’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, ক্লাবের সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, মো. মশিউর রহমান রুবেল, এসএ রুবেল, শফিকুল ইসলামবিস্তারিত
বশেষ প্রতিবেদনের জন্য শুভেচ্ছা স্মারক পেলেন মাহবুব খান বাবুল
মোহাম্মদ মাসুদ ,সরাইল :ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা প্রতিনিধি মাহবুব খান বাবুল শুভেচ্ছা স্মারক পেয়েছেন। ২০১২-২০১৩ বর্ষে বিশেষ প্রতিবেদনের জন্য তাকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গত শনিবার সকালে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন মাহবুব খানকে শুভেচ্ছা স্মারক ( ক্রেস্ট) ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার, যুগ্ম সম্পাদক স.ম. সিরাজুল ইসলাম, বার্তা সম্পাদক আবদুন নূর ও প্রধান প্রতিবেদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। প্রতিনিধি সম্মেলনে জেলার ৯টি উপজেলার প্রতিনিধিরাবিস্তারিত
বশেষ প্রতিবেদনের জন্য শুভেচ্ছা স্মারক পেলেন মাহবুব খান বাবুল
মোহাম্মদ মাসুদ ,সরাইল :ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা প্রতিনিধি মাহবুব খান বাবুল শুভেচ্ছা স্মারক পেয়েছেন। ২০১২-২০১৩ বর্ষে বিশেষ প্রতিবেদনের জন্য তাকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। গত শনিবার সকালে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হোসেন মাহবুব খানকে শুভেচ্ছা স্মারক ( ক্রেস্ট) ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক দেওয়ান ফয়জুন নাহার, যুগ্ম সম্পাদক স.ম. সিরাজুল ইসলাম, বার্তা সম্পাদক আবদুন নূর ও প্রধান প্রতিবেদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। প্রতিনিধি সম্মেলনে জেলার ৯টি উপজেলার প্রতিনিধিরাবিস্তারিত
আশুগঞ্জে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
প্রতিনিধি ঃ-ব্রহ্মনবাড়িয়ার আশুগঞ্জে দেশব্যপী বিএনপি,জামাত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বেলা সাড়ে ১১টায় স্থানীয় শ্রমকল্যানকেন্দ্র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান মড়ক প্রদনি করে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তরে গিয়ে শেষ হয়।পরবর্তীতে গোলচত্তরে এক সমাবেশে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন খন্দকারর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মুন্সি,আওয়ামীলীগ নেতা মোঃ জসিম উদ্দিন,যুবলীগ নেতা আতাউর রহমান কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি,সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন প্রমুখ।বক্তারা বলেন,জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেবিস্তারিত
টিএরোডে ককটেল বিস্ফোরণ
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সন্ধ্যায় শহরের টি, এ রোড এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। এসময় শহরের এই প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনার পর থেকে শহর জুড়ে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হরতালের আতঙ্ক সৃষ্টি করতেই ককটেলের বিস্ফোরণ করা হয়েছে।
চট্টলা ট্রেন থেকে ১৭’শ কেজি ভারতীয় জিরা উদ্ধার
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৭’শ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে চোরাচালান বিরোধী টাস্কফোর্স। জিরাগুলো জব্দ করলেও এ সময় কাউকে আটক করা যায়নি।শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে অবৈধভাবে ভারত থেকে আনা জিরাগুলো জব্দ করলেও এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি’র ব্রাহ্মণবাড়িয়াস্থ ট্রানজিট ক্যাম্পের সুবেদার আইনুল হকের নেতৃত্বে একটি দল আধা ঘন্টা অভিযান চালিয়ে জিরাগুলো উদ্ধার করে।
মাসহ ৪৫ গোখরা নিধন
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক বাড়িতে একটি মা গোখরাসহ ৪৫ টি বাচ্চা গোখরা মারা পড়েছে। শনিবার বিকালে সদর উপজেলা ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।জানা যায়,ভাটপাড়া বড় মসজিদ সংলগ্ন কাঠ ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে কিছুদিন যাবত বেশ কিছু হাঁস মুরগী নিখোঁজ ও মৃত পাওয়া যাচ্ছিলো। এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বাড়ির লোকজন সকাল ১০ টার দিকে একটি গর্তে একটি গোখরো সাপ দেখতে পায়। বাড়ির লোকজন শোর চিৎকার শুরু করলে এলাকার লোকজন জড়ো হয়ে সাপটিকে মেরে ফেলে। পরে ওই গর্ত থেকে আরো ৪৫ টি ডিম পেয়ে তার ভেতরে থাকা বাচ্চাদেরও মেরে ফেলা হয়।বিস্তারিত
জেলা বিএনপিসহ ১৮দলীয় উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপে তত্ত্ববধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের তথা ১৮ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বিকালর ৩ ঘটিকা থেকে শুরু হয়ে সমস্ত শহর প্রদক্ষিণ শেষে কালীবাড়ী (দক্ষিণ) চত্ত্বর মোড়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, আরোও বক্তব্য রাখেন হাফিজুরবিস্তারিত
বিএনপির নৈরাজ্য প্রতিরোধে রাজপথে জেলা আওয়ামীলীগের দিনব্যাপি ব্যাপক কর্মসূচি
বিএনপি ঘোষিত ২৫ অক্টোবর দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র প্রতিহত করতে দিন ব্যাপি ব্যাপক কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। ব্রাহ্মণবাড়িয়ার রাজপথ ছিল জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দখলে। সকাল থেকে জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ, সেচছাসেবক লীগ, ওলামালীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মৎসজীবিলীগের নেতৃবৃন্দ পৃথক পৃথক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কের গুরুত্তপূর্ন স্থানে অবস্থান নেয়। পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর আধুনিক সুপার মাকের্টে এসে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গবিস্তারিত