Thursday, October 17th, 2013
আশুগঞ্জে ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হাবিবুর রহমান ভূঁইয়া (৫২) মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুর রহমান ভূঁইয়া আশুগঞ্জের আড়াইসিধা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আড়াইসিধা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাছির মিয়া প্রতিবন্ধী হাবিবুর রহমানের কাছে পাঁচ হাজার টাকা ধার চায়। হাবিবুর টাকা দিতে রাজি না হওয়ায় বাছির উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেবিস্তারিত
দক্ষিন পৈরতলায় এলাকায় বিদ্যুতের দাবীতে মহাসড়ক অবরোধ
সুমন নূর : বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিলা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিন পৈরতলায় এলাকায় বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। জানা যায়, এই এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এতে প্রায় ৫ শতাধিক বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বার বার ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের লোকজনকে তাগাদা দেয়া হলে তারা বিভিন্ন ভাবে সময়ক্ষেপন করতে থাকে। রবিবারের আগে কিছু সম্ভব নয়-এ কথা এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে। এক পযায়ে ওই এলাকার লোকজন বিুক্ষুব্ধ হয়ে কুমিলা-সিলেট মহাসড়কের শহরের বাইপাস এলাকার সড়ক বেরিকেড দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেএবং কয়েকটি গাড়ী ভাংচুর শুরু করে। শেষ খবর পাওয়াবিস্তারিত