Sunday, March 24th, 2013
প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসস্তূপ পরিদর্শনে আসছেন।
ডেস্ক: টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বিকালে ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মুক্তাদির এ খবর নিশ্চিত করেছেন। গত শুক্রবার বিকালে টর্নেডোতে লন্ডভন্ড হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণাঞ্চলের ১৫টি গ্রাম। এতে প্রায় ২৪ জন মারা যান। আহত হন আরও পাঁচ শতাধিক লোক । ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
র্দূগতদের পাশে জেলা বিএনপি নেতৃবৃন্দ
সুমন নূর : জেলা পিএনপি সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব হারুন আল-রশিদ ও জেলা বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে আহতদের দেখতে যান। নেতৃবৃন্দ আহতদের পাশে বেশ কিছু সময় অতিবাহিত করেন ও র্কতব্যরত ডাক্তারদের কাছ থেকে রোগীদের সর্ম্পকে জানতে চান। ঐ সময় হারুন আল-রশিদ আহত রোগীদের বেশ কিছু নগদ টাকা দিয়ে সহায়তা করেন । এরপর বিএনপি নেতৃবৃন্দ চিনাইর, চুন্ডা, মাছিহাতা, গ্রাম র্টনেটোর বিধস্থ গ্রাম পরির্দশন করতে রওয়ানা হন । উনারা এসব দূৃগত এলাকায় শাড়ী, লুঙ্গি, নগদ টাকা বিতরণ করবেন। ঐ সময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন,বিস্তারিত
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় র্পাটির চেয়ারম্যান হোসাইন মোঃ এরশাদ আসছেন
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় র্পাটির চেয়ারম্যান রাষ্ট্রপতি হুসাইন মোঃ এরশাদ র্ঘূণির্দূগতদের সাহায্য করার জন্য দুপুর ২ ঘটিকার সময় সদর উপজেলার চিনাইর ও কুন্ডা গ্রামে পরির্দশন করবেন। জাতীয় র্পাটির ব্রাহ্মণবাড়ীয়া জেলার সহ সভাপতি আব্দুল ওহাবের মাধ্যমে এই খবর খবর জানা যায়।