Saturday, March 16th, 2013
আশুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার দূর্গাপুর গ্রামে। নিহতের নাম আতাব উল্লাহ-(৫০)। সে দূর্গাপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।এলাকাবাসী বলেন, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। লোকজন তাকে স্থানীয় একটি কিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষনা করেন।
আশুগঞ্জে উজানভাটি হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার- ২
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উজানভাটি নামক একটি হোটেল থেকে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ জাবেদ-(৩২) ও তার স্ত্রী মোছাঃ ফারজানা আক্তার সুমি -(২৯)। তারা চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা।এ ব্যাপারে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের প্রধান মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার একটি রুম থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ায় ট্রাক খাদে ॥ নিহত-২
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার টানমান্দাইল এলাকায়। নিহতরা হচ্ছেন-জেলার সরাইল উপজেলার বাসিন্দা কুদ্দুস মিয়া-(৪০) এবং আবু বক্কর-(২৮)। এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই মোঃ আযহারুল ইসলাম বলেন, শুক্রবার রাতে একটি ট্রাক উপজেলার ধরখার এলাকার দিকে যাওয়ার পথে টানমান্দাইল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে খাদ থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। নিহতদের লাশ জেলাবিস্তারিত