Tuesday, March 12th, 2013
সরাইলে হরতাল পালিত
প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রিয় নেতাদের আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে। ১৮ দলীয় নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন সড়কে মিছিল মিটিং ও সড়ক অবরোধ করে। পিকেটররা সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বিএনপি নেতা এডঃ আবদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদল সম্পাদক আব্দুল জব্বার, ইসলামী মোর্চার হাফেজবিস্তারিত
সরাইলে মুক্তিযোদ্ধা শফি মিয়ার বাড়িতে শোকের মাতম
প্রতিনিধি ॥ সরাইলে বীর মুক্তিযোদ্ধা শফি মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। তার পরিবারসহ প্রতিবেশী লোকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযোদ্ধা শফি মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত মাওলানা মহি উদ্দিন মিয়ার ছেলে। তিনি গত ২ মার্চ বার্ধক্য জনিত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নোয়াগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও নাতী-নাতনী রেখে গেছেন।
নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত-৪০
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে এবং ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার নুরপুর গ্রামে পুরানো বিরোধের জের ধরে গ্রামের মোঃ জন্দু মিয়া ও খলিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পরে মহিলাসহ ১৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মোবাইল ফোনে গান শুনার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আতুকুড়া গ্রামে শফিউল আলম ও আলী আসাদের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পরেবিস্তারিত
কসবায় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাচারের সময় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ করেছে বিজিবি। গত সোমবার গভীর রাতে উপজেলার খারকুট এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মূল্য ২ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।এ ব্যাপারে আখাউড়ার কর্ণেল বাজার বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মধ্যে রয়েছে টাউজার, থ্রি কোয়াটার প্যান্ট ইত্যাদি। তিনি জানান,বিস্তারিত
কাজীপাড়ায় ছিনতাইকারীদের হামলায় সাংবাদিক আহত
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হামলায় ডেইলী স্টার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ শহিদুল ইসলাম-(৫০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে পৌর এলাকার কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাংবাদিকের পারিবারিক সূত্র জানায়, ভোরে রেলওয়ে স্টেশন থেকে বাসায় ফেরার শেখ শহিদুল ইসলাম কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে পৌছলে ৩/৪জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে আহত করে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, নগদ টাকা লুটে নেয়।
হরতাল পালিত ॥ ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল কর্মী আহত ॥ রাবার বুলেট নিক্ষেপ, গ্রেপ্তার-৮
মনিরুজ্জামান পলাশ : ব্যাপক ককটেল বিষ্ফোরন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ ও ছাত্রলীগের এ্যাকশনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা মঙ্গলবারের হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই শহরে খন্ড খন্ড মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। হরতাল চলাকালে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। স্কুল-কলেজখোলা ছিল। ব্যাংক, বীমাসহ খোলা থাকলেও স্বাভাবিক কার্যক্রম বন্ধ ব্যাহত হয়। হরতাল চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় পিকেটিং করার সময় ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়। এরা হচ্ছেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল আহমেদ সুমন-(২৬) ও ছাত্রদল কর্মী কাজল মিয়া-(১৯)। ছাত্রলীগের ক্যাডাররা অতর্কিতভাবে তাদের উপরবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ার আদালতে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে জরিমানা
প্রতিবেদক : বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে জরিমানা করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। একটি মামলায় একের পর এক তারিখ পিছিয়ে আদালতের সময় নষ্ট এবং বিবাদীকে হয়রানি করার জন্য গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত ওই কোম্পানিকে তিন’শ টাকা জরিমানা করেন। জানা যায়, বৃটিশ টোবাকো কোম্পানীর আখাউড়া এলাকার (আখাউড়া, কসবা ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ) পরিবেশক মেসার্স নিজাম উদ্দিন আহমেদ এন্ড সন্স সুনামের সাথে ব্যবসা করে আসছিল। গত ২০০৮ সালে কোম্পানি চুক্তি ভঙ্গ করে তাদের পরিবেশক লাইসেন্স বাতিল করে। এ ঘটনায় ২০০৮ সনের ২ জুন নিজাম উদ্দিন আহমেদ এন্ড সন্সবিস্তারিত
কসবা উপজেলা ছাত্রশিবির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে কসবা পৌর এলাকার শাহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঠোফোনে এ তথ্য জানান। তিনি জানান, বিকেল চারটার দিকে কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নুরুল আমিনের বাড়ি উপজেলা সদর সংলগ্ন আকসিনা গ্রামে। সে ওই গ্রামের মাওলানা গফুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান,বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২ কর্মী আহত
শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় হরতাল সমর্থক ছাত্রদলের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পূর্ব পাইকপাড়া এলাকার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ আহমেদ সুমন (২৬) ও তার ছোট ভাই কাজল (১৯)।তাদের আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পাইকপাড়া সংলগ্ন মিজান টাওয়ার এলাকায় হরতালের সমর্থনে বিএনপি অংগ সংগঠনের কর্মীরা পিকেটিং করছিল। এসময় ছাত্রলীগের কর্মীরা দেশিয় অস্ত্রসহ একটি একটি মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারাবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
সুমন নূর : সারাদেশে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি।হরতালেই শুরুতেই সকালে শহরের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে পিকেটাররা অবস্থান নিয়েছে।শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ব্যবসা প্রতিষ্ঠাগুলো বন্ধ রয়েছে।জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সেক্রেটারি জহিরুল হক খোকনের নেতৃত্বে হরতালের পক্ষে ১০/১৫ জনের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদণি করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পুলিশের ব্যাপক শোডাউন লক্ষ্য করা যায়। এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়াবিস্তারিত