Tuesday, March 12th, 2013
নাসিরনগরের চিকিৎসাসেবা প্রয়োজনীয় লোকবলের অভাবে ব্যাহত ॥ বিরাজ করছে নানা সমস্যা
প্রতিনিধি : বর্তমান সরকার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁেছ দেয়ার জোর প্রচেষ্ঠা চালালেও প্রয়োজনীয় লোকবল ও ওষুধপত্রের অভাবে খুড়িঁয়ে খুড়িঁয়ে চলছে সরকারের ঘোষিত দূর্গম উপজেলার স্বাস্থ্য সেবা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাগরিকরা আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছ্।ে স্বল্প সংখ্যক চিকিৎসক ও সীমিত জনবল দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। চাহিদা মত নার্স ও ডিএসএফ সুবিধা না থাকায় ওটি চালু করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে স্বাস্থ্য সেবার মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। সাড়ে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত নাসিরনগর জনপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রসহ ইউনিয়ন পর্যায়ে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, ৩টি উপস্বাস্থ্যবিস্তারিত
গুজবে কান না দেয়ার অনুরোধ মেয়র হেলাল উদ্দিনের
সুমন নূর : ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক খেয়ে শিশু অসুস্থ হওয়ার গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর মেয়র হেলাল উদ্দিন। তিনি রাতে ১০ টায় সদর হাসপাতালে যান এবং এ বিষয়ে ডাক্তারদের কাছ থেকে খোঁজ খবর নেন। তিনি উপস্থিত অভিভাবকদের বলেন, গরমে কৃমিনাশক খাওয়ানোর কারনে শিশুদের বমি হওয়াসহ ক্লান্ত দেখাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। এর আগে জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএমও হাসপাতাল পরির্দশন করে সবাই গুজবে কান না দেয়ার আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ : ১শিশুর মৃত্যু
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং ১শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থানে ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয় শিশুদেরকে। সন্ধ্যার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে আনা হয়। এদিকে সদর উপজেলা জগৎসার গ্রামের আবুল কালামের শিশু কৃমিনাশক ঔষধ খেয়ে মৃত্যু হয়েছে বলে তার চাচা জানান। এ পর্যন্ত কয়েক শতাধিক শিশুকে জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। এবং ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় জরুরী বিভাগে ভীর সামলাতে চিকিৎসকরা হিমশিম খায়। এছাড়া বিভিন্ন বেসরকারী কিনিকেবিস্তারিত
সংখ্যালঘুদের রক্ষা করুন
বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতা যুদ্ধাপরাধীদের বিচার । এ দায়বদ্ধতা থেকে সরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু বিচারের বিরুদ্ধে জামায়াত-শিবিরদেশজুড়ে তাণ্ডব ও নাশকতা চালিয়ে যাচ্ছে। প্রবল উন্মত্ততায় তারা থানা, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন, রফতানি মালবাহী ট্রাক, ট্রেনসহ যাত্রীবাহী যানবাহন, ব্যবসাকেন্দ্র, বাণিজ্যমেলা, স্টেডিয়াম, সাধারণের বসতবাড়ি, উপাসনালয়থ সবখানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। বলাই বাহুল্য, ভয়ঙ্কর এ তাণ্ডবে সাধারণ মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। যে কোনো বিবেকবান মানুষই প্রশ্ন করবেন, এ ধরনের তাণ্ডব চালিয়ে কী প্রমাণ করতে চায় বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতাকারী দলটি? কী সংকেত দিতে চায় তারা জাতিকে? প্রশ্ন আরও উঠছে- মুক্তিযুদ্ধেবিস্তারিত
ব্লগাররা আগ বাড়িয়ে কাজ করছে, তাদের গুরুত্ব দেয়া দরকার কি?
প্রতিবেদক ॥ দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃংখলা পরিস্থিতির মাসিক বৈঠকে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নবীনগর উপজেলার চেয়ারম্যান জিয়াউল সরকার বলেন, বগাররা আগে বাইড়া (আগ বাড়িয়ে) কাজ করছে। তাদের এতো গুরুত্ব দেয়ার দরকার কি? জাতিকে দু’ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। তা আমাদের জন্য উদ্বেগের বিষয়। কসবা উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল বলেন, গুপ্ত হত্যার জন্য মাইনরিটি গ্র“প শংকিত। তিনি কসবার আড়াইবাড়ির মাদ্রাসার গোয়েন্দাদের মাধ্যমে নিয়ন্ত্রন করার দাবী জানান। ব্রাহ্মণবাড়িয়ারবিস্তারিত
বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশু দিবস পালনে প্রশাসনের ব্যাপক কর্মসূচী
প্রতিবেদক : আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ও শিশু দিবস। অসাম্প্রদায়িক চেতনা ও প্রজ্ঞার মানস পুরুষ স্বাধীন বাংলাদেশের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয় আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। জাতির এই সূর্যসন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও অবিসংবাদিত নেতার ৯৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করেছে জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় শিশু সমাবেশ, র্যালি ও পুষ্পস্তবক অর্পন। লোকনাথ উদ্যোনেবিস্তারিত
বাঞ্ছারামপুরে ভিটামিন এ-ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন
প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর,পার্শ্ববর্তী হোমানা,নবীনগর উপজেলার প্রায় ৫ লাখ নানা বয়সী শিশুদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রায় সহস্রারাধিক স্বাস্থ্যকর্মী,এনজিও,প্রাথমিক-কিন্ডারগার্টেন স্কুলসমূহের শিক্ষক,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান,সরকারের পরিবার-পরিকল্পনা বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মঙ্গলবার ভিটামিন ক্যাপসুল সাফল্যের সাথে খাওয়ানোর খবর নিশ্চিত করেছে উল্লেখিত তিন উপজেলার ক্যাম্পেইং পরিচালনাকারি সংশ্লিষ্ট সরকারি,বেসরকারি,এনজিও কর্মকর্তাগণ। পূর্বঘোষিত ১২মার্চ জাতীয়ভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে নীল,লাল,কৃমিনাশক ট্যাবলেট ও ক্যাপসুল ৬মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের খাওয়ানোর কর্মসূচীতে এলাকার বিভিন্ন হাসাপতাল,ইউপি স্বাস্থ্যসেবা কেন্দ্র,কম্যিউনিটি কিনিক,এনজিও কার্যালয়,লঞ্চ ও ষ্টেশনসহ জনসমাগম হয় এমনস্থানগুলোতে সায়িয়ানা টানিয়ে উৎসাহের সাথে শিশুদের অভিভাবকরা তাদেরবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন
মনিরুজ্জামান পলাশ : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে পৌর এলাকার ছয়বাড়িয়ায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। এসময় তার সঙ্গে পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, পৌরসভার সচিব ইছহাক ভূঁইয়া, চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, স্থানীয় কাউন্সিলর ইউনুছ মিয়া ও শামীমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।বিস্তারিত
আখাউড়ায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত
প্রতিনিধি : আখাউড়ায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালীন সময়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতাল মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা মোটর স্ট্যান্ড এলাকায় পিকেটিং করে। পরে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক বাহার মিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, পৌর যুবদল সাধারন সম্পাদক জাবেদ আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমন মোল্লা ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সানি। বক্তরা বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে ইতিহাসের জঘন্যতম পুলিশীবিস্তারিত
বিজয়নগরে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় তিন লাধিক টাকার ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে উপজেলার আলীনগর ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা রিাতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ম্যাকডুয়েল হুইস্কী ২শ বোতল ও জট গাঁজা ২কেজি। ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ মাসুক মিয়া জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজয়নগরে প্রতিদিন মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।