Main Menu

Wednesday, February 27th, 2013

 

থলিয়ারায় সেলিম গং আসামীদের আঘাতে গুরুত্বর আহত অলি মিয়া চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মৃত্যু

শামীম উন বাছির ঃ নাটাই ইউনিয়নের থলিয়ারা গ্রামের সেলিম, লিটন, নূর মিয়া তিনসহোদর  ও পিতা হুমায়ূনের নেতৃত্বে ১৪/১৫ আসামী আলী মিয়ার পরিবারের সদস্যদের উপর গত ১৮/০২/২০১৩ ইং  রোজ সোমবার দিবাগত রাত ৯ঘটিকায় পূর্ব পরিকল্পিতভাবে আক্রো পোষণ করিয়া দা, কিরিজ, বল্লম, লোহার রড ইত্যাদি অস্ত্রাদিতে সজ্জিত হইয়া সম্পূর্ণ বেআইনী জনতাবদ্ধে গৃহে প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করে  গুরুতর জখম করে মারাত্মকভাবে আহত করে। আসামীরা শ্লীলতাহানী, প্রায় ১,৭০,০০০/- টাকার অলংকার চুরি করাসহ লক্ষাধিক টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে আমিন মিয়া পিতা- অলি মিয়া, (গুরুতর জখমী) সাং থলিয়ারা ইউপি নাটাইবিস্তারিত


আশুগঞ্জ মেধাবী ছাত্র সাইফুল হত্যার আসামী আনোয়ার খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা গ্রেফতার

শামীম উন বাছির ঃ আশুগঞ্জ আড়াইসিধা গ্রামের  ফিরোজ মিয়া মহা বিদ্যালয়ের প্রথম বর্ষের মেধাবী ছাত্র সাইফুল আলম চাঞ্চল্যকর  হত্যামামলার ২নং আসামী (খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা) একই গ্রামের মৃত আব্দুল হেকিম এর ছেলে আনোয়ার হোসেন রবিনকে হত্যাকান্ডের ২২ দিন পর খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুগঞ্জ থানার এস আই ফিরোজ খাগড়াছড়ি কতোয়ালী থানার সহায়তায় গতকাল ভোর ৫টায় ঐ জেলার জেলা প্রশাসক কার্যালয়ের ডরমেটরী ভবনের ছাদ থেকে গ্রেফতার করা হয়েছে বলে আশুগঞ্জ থানা পুলিশ জানায়। উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারী বিকাল ৫টায় আশুগঞ্জ উপজেলার  আড়াইসিধা গ্রামের নতুনবিস্তারিত


শিমরাইলকান্দিতে ৩০ বোতল ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার এক

সুমন নূর : পৌর এলাকার শিমরাইলকান্দি খাদ্যগুদাম থেকে ৩০ বোতল ফেন্সিডল ও মাদক বিক্রির  নগদ বিশ হাজার টাকাসহ মো. জহিরুল(২৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা । জহিরুল শিমরাইলকান্দির আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক কাজী মো: কামরুল হাসান বুধবার সন্ধ্যায় খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ দিদারুল আলম ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কমকে জানান, জহিরুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের বৃত্তি প্রদান

প্রতিনিধি : সোনালী ব্যাংক লিমিটেডের সিএসআর কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার ৮ জন মেধাবী শিার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। বুধবার সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান কার্যালয়ে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার আবদুল মমিন পাটোয়ারী। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার লুৎফুর রহমান, এসএম বেলায়েত হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবদুল ওয়াহেদ, সেলিম জাহাঙ্গীর, এম.এ. করিম,আবদুল মতিন, শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান চৌধুরী, কর্মচারী ইউনিয়ন নেতা আতাউর রহমান শাহিন,মো. মোবারক হোসেন সরকার,ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও অনার্সে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিার্থীদের প্রত্যেককেবিস্তারিত


ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে হবে -চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

মনিরুজ্জামান পলাশ : শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানার্জনের জন্য মহা মনিষীদের জীবনি পড়তে হবে। ভাল রেজাল্টের পাশাপাশি ভাল মানুষ হয়ে গড়ে উঠতে হবে। লেখাপড়া শিখে সুনাগরিক হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একমাত্র বালিকা বিদ্যাপীঠ নাছরীন নবী বালিকা বিদ্যালয় ও কলেজ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেলা এগারটায় বিভাগীয় কমিশনার সিরজুল হক খান বিদ্যালয়ে এসে পৌঁছালে শিার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানায়। পরে তিনি শিার্থীদের  উদ্যেশ্যে দীর্ঘ বক্তৃতা দেন। কমিশনার সিরাজুলবিস্তারিত


সরাইলে ‘একাত্তরের রাজাকার’ নাটক মঞ্চস্থ

প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে গণজাগরন মঞ্চের উদ্যোগে ‘একাত্তরের রাজাকার’ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সরাইল শহীদ মিনারে এই নাটক মঞ্চস্থ করা হয়। এর আগে বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় উদীচি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গণজাগরন মঞ্চের আহবায়ক ঠাকুর মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্ত্যব্য রাখেন সরাইল উপজেলা আওয়ামীলীগের (সদ্য বিলুপ্ত) সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাশেদ,উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার যতীন্দ্র মোহন চৌধুরী,যুদ্বাহত মুক্তিযোদ্বা মনির উদ্দিন আহমেদ,ন্যাপ সভাপতি হাজি ওমর আলী, কমিউনিষ্ট লীগ সভাপতি আবদুস সোবহান মাখন,সিপিবি সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজি ইকবাল,কৃষকলীগ সভাপতি সফিকুর রহমান, সাংবাদিক সৈয়দ কামরুজ্জামানবিস্তারিত


তিনদিন বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর

প্রতিনিধি : টানা তিনদিন বন্ধের ফাঁদে পড়েছে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকার বিষয়টি স্থলবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে এসময় দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ৬০ সদস্য বিশিষ্ট বিধানসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বুধবার ফলাফল ঘোষণা করা হবে। এজন্য সেদেশের ব্যবসায়ীরা বুধ ও বৃহস্পতিবার আমদানি-রফতানি করবেনা বলে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আগেই জানিয়েছে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। এসব কিছু মিলিয়ে বুধবার থেকে টানা তিন দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরেরবিস্তারিত


নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস.এ.রুবেল : সারাদেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইাউনিটির উদ্যোগে বুধবার (২৭.০২.১৩) বেলা ১১টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি বিভিন্ন শ্লোগান দিয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাক বাংলোতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, এডভোকেট এনামুল হক চৌধুরী, প্রভাষক জাকির হোসেন, মো.  গোলাম মোস্তফা, জামাল হোসেন পান্না, নূরে আলম বিপ্লব, এস এ রুবেল, শফিকুল ইসলাম বাদল, খান জাহান আলী চৌধুরী, সাধন সাহা জয়,বিস্তারিত


নবীনগরে অপহরণ মামলার ভিকটিমকে অপহরণ!

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অপহরণ মামলার ভিকটিমকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত হানিফ মিয়াকে ফিরিয়ে দিতে লাখ টাকার মুক্তিপণ দাবী করেছে অপরহণকারীরা। পূর্ব বিরোধের জের ধরে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় থানায় মামলা হয়েছে।জানা গেছে,উপজেলা সদরের পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের দুই পক্ষের লোকদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। গত ২৫ ফেব্রুয়ারি নূর আলী মিয়ার ছেলে (অপহরণ মামলার ভিকটিম) হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে একটি মামলার হাজিরা দিতে আসে। আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহৃত হন মর্মে তার ভাই মো. রশিদ মিয়া মঙ্গলবারবিস্তারিত


বাংলার চোখ কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

মাসুক হৃদয় : জাতীয় সংবাদ ও ছবি এজেন্সী বাংলার চোখ-এর প্রধান কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। দুপুর একটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাব চত্বরে সাংবাদিকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, , মাইটিভির জেলা প্রতিনিধি কাওসার এমরান, বাংলার চোখ-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন বাসস-এর জেলা সংবাদদাতা সৈয়দ মো. আফজল, দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, প্রেসক্লাবের সদস্য মজিবুর রহমান খান, শিউলি আক্তার, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিকবিস্তারিত