Tuesday, February 26th, 2013
কাউতলীতে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত এক
প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীর সিভিল সার্জন অফিস এলকায় মঙ্গলবার রাত ১০টায় সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে সিভিল সার্জন অফিসের নৈশ প্রহরী ইব্রাহিম খলিল বাপ্পী(২৫) গুরুত্ব আহত হয়েছে। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।প্রত্যক্ষদর্শরী জানায়, রাস্তার পাশ দিয়ে হাটার সময় হঠাৎ একটি সিএনজি বাপ্পীকে পেছন থেকে আঘাত করে। পরপরই ঘাতক চালক সিএনজি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘাতক সিএনজিটি আটক করে থানায় নিয়ে আসে।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে— জেলা যুবদল
বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিরোধীদলীয় সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণাবড়িয়া জেলা যুবদরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় শহরের রেলগেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে এক বিশাল বিক্ষোব সমাবেশ জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবাক-১ মোঃ আলী আজমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সাময়িক বরখাস্ত
প্রতিনিধি : সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ সবুর হোসেন এর গত ২৪ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পত্রে তাকে এ সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। সূত্র জানায়, সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ইকবাল আজাদ হত্যা মামলার দ্বিতীয় আসামি হিসেবে পুলিশের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) আদালতে গৃহীত হওয়ায় তার বিরুদ্ধে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২১ অক্টোবর দলীয় কোন্দলের জের ধরে খুন হন ইকবাল আজাদ। এ মামলায়বিস্তারিত
আমরা সরকারের বিরুদ্ধে নয় ॥ যুদ্ধাপরাধীর বিচার চাই সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে
শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ায় রাসুল (সঃ) ও ইসলাম সম্পর্কে কটুক্তিকারী ব্লগার এবং নাস্তিক মুরতাদদের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ থেকে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার মহাসমাবেশ থেকে এই দাবি জানানো হয়।মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার ছাত্র-শিক্ষক অংশ নেয়। সমাবাশে বক্তব্য রাখেন, মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী, মাওলানা জুবায়ের আহমেদ আনছারী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, মাওলানা জুনায়েদ আল হাবিবী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাজেদুর রহমান, মুফতি আব্দুর রহিম কাশেমী, মুফতি মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা রহমতবিস্তারিত
শহীদ মিনারের পেছন থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার
প্রতিবেদক : মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৯ এর সদস্যরা। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ উল আমিন নুরের নেতৃত্বে র্যাবের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে ১৪ টি তাজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেলগুলো সদর থানায় জমা দেয়া হয়েছে।
আখাউড়ায় চুলাই মদসহ ২ ব্যক্তি আটক
প্রতিনিধি: আখাউড়ায় গতকাল সোমবার সকালে চুলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবি মদ পাচারকারী সোওরাফ মিয়া (২৫) ও সিএনজি অটোরিক্সা চালক মামুন মিয়াকে আটক করে। পরে তাদের আখাউড়া থানা পুলিশে সপোর্দ করে। বিজিবি সূত্র জানায়, উপজেলার মোগড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান সকাল ১১ টার দিকে আখাউড়া-ধরখার সড়কের মোগড়া বাজার এলাকায় গোপন সংবাদে খবর পেয়ে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। পরে তল্লাশী চালিয়ে ৪০ লিটার চুলাই মদ উদ্ধার করে। এসময় বিজিবি সদস্যরা মদ বহনকারী সিএনজি অটোরিক্সাটি জব্দ করে।
সরাইলে আশার চিকিৎসা সহায়তাও বীমার দাবি প্রদান অনুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি ঃ চিকিৎসা সহায়তা ও বীমার দাবি প্রদান অনুষ্টান সোমবার সরাইল আশার ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার ডিস্ট্রিক ম্যানেজার মো: সাজেদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিরেক্টর লিগ্যাল এ্যাফেয়ার্স জনাব গোলাম মোস্তফা । বিশেষ অতিথি ছিলেন আশার নাসিরনগর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের, আশার সরাইল আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ লাল মাহমুদ। সভায় বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাফর ইমাম ও এ বি এম রফিকুল আলম । অনুষ্ঠানে আশার সদস্যদের চিকিৎসা সহায়তা ও ঋণ বীমা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য সহায়তা তহবিল থেকে উচালিয়া পাড়া গ্রামের শতদল ভূমিহীনবিস্তারিত
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটাক্ষ বরদাশত করা হবে না-ওলামা মাশায়েক
সুমন নূর : বাংলাদেশে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ, এদেশে তথাকথিত ব্লগারদের ইসলাম, মুসলমান, আল্লাহ, নবী-রাসুল এবং ইসলামী শরিয়াহর বিভিন্ন বিধানাবলী নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ ও বিষোদগার করায় ব্রাহ্মণবাড়িয়ার ওলামা মাশায়েকরা এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে ইসলাম বিরোধী ব্লগসমূহ বন্ধ ও ব্লগারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। বক্তারা বলেন, মহান আল্লাহ, পবিত্র ইসলাম ধর্ম, সালাত, সিয়াম, মেরাজ, হজ্ব, যাকাত সহ ইসলামী বিভিন্ন বিধান এবং হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে শাহবাগের নাস্তিক ব্লগারদের কটুক্তি বাংলাদেশের তৌহিদী জনতার হৃদয়ে ক্ষোভের সঞ্চার করেছে। তাই সময় এসেছে এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমগ্র তৌহিদী জনতা জেলায় জেলায় ইসলামীবিস্তারিত