Friday, February 22nd, 2013
জামায়াত-শিবিরের তান্ডবে প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল সমাবেশ
শুক্রবার সারা দেশে জামায়াত-শিবিরের তান্ডব, জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার, জাগরণ মঞ্চ ভাংচুর, মসজিদে অগ্নিসংযোগ, সাংবাদিক, পুলিশ ও নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে স্থানীয় প্রেসকাব চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, বিভিন্ন ব্যানারে জামাত-শিবির ও তাদের সহযোগিরা আজকে আমাদের রক্তার্জিত জাতীয় পতাকা ছিড়ে, বর্ণমালার অপমাণ করে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ মিনার ভেঙ্গেছে, জাগরণের মঞ্চ পুড়িয়েছে, তারা কর্তব্যরতবিস্তারিত
হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করার প্রতিবাদে নবীনগরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
প্রতিনিধিঃ হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করায় ব্লগার রাজিবের ফাঁসির দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৌহিদী জনতার একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মদন মেম্বার, মাও: রফিকুল ইসলাম, মাও: মহিউদ্দিন, নুরুজ্জামান, জালাল উদ্দিন মনির, অপরদিকে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে নিউমার্কেটের সামনে আরও একটি প্রতিবাদ সমাবেশ করে। এত বক্তব্য রাখেন, মাও: মেহেদী হাসান, মাও: মনিরুজ্জামান, মাও: রাকিবুল ইসলাম, মাও: ফজলুর রহমান, মাও: আ; মোমেন, হাফেজ সানাউল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।
সরাইলে মুসল্লীদের বিক্ষোভ, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ
প্রতিনিধি : সরাইল উপজেলার প্রায় সবক’টি মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে। সরাইল বিকাল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা শেখ আমানুল্লাহর সভাপতিত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা কুতুব উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা মইনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আব্দুল মজিদ, শ্রমিক নেতা হাজী ইউনুছ মিয়া, এস.এম. শহিদুল্লাহ, অ্যাডভোকেট মনির প্রমুখ।এ ছাড়া ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোডের বিভিন্ন মসজিদের মুসিল্লিরা বিক্ষোভ করতে থাকলে ঢাকা-সিলেট মহাসড়কে বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কেরবিস্তারিত
ডাকাতি শেষে ট্রেনে থেকে ফেলে হত্যা,মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেপ্তার হওয়া দু’জনের জবানবন্দি
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটারে ডাকাতি শেষে ট্রেন থেকে ফেলে তিন যাত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনীরার আদালতে গ্রেপ্তারকৃত দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবাববন্দি দেওয়া দুজন হলেন,ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. আল-আমিন মিয়া প্রকাশ কান কাটা আল-আমিন ও নরসিংদী (বর্তমান ঠিকানা নোয়াখালীর মাইজদি) মো. শুক্কুর আলী। তাদের দেয়া তথ্য মতে , ট্রেনে ডাকাতিই তাদের পেশা। এ কাজে তাদের একটি বড় গ্রুপ রয়েছে। গাজীপুরের টঙ্গীতে তাদের প্রধান আস্তানা। পুলিশ আর পাবলিকের ঝামেলা এড়াতেই তারা ডাকাতি শেষে যাত্রীদেরকে ফেলে দেয়।বিস্তারিত
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাতি প্রস্তুতিকালে ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার উচানচর ইউনিয়নের রাধানগর গ্রামের ব্রীজের কাছ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারা গ্রামের গুরু চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস-(২৫), জাহের আলীর ছেলে মোঃ জসু মিয়া-(৩৫),আবুল কাসেমের ছেলে ফুল মিয়া-(২৪) ও নারায়ন চন্দ্র দেবনাথের ছেলে গুরুচন্দ্র দেব নাথ-(২২)। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, তাদের কাছে ১টি রামদা ও ১টি ছুরি ২টি রডের টুকরা পাওয়াবিস্তারিত
বিজয়নগরে শিবির সভাপতিসহ তিনজন গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জামায়াত-শিবিরের সভাপতিসহ তিজনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন উপজেলার ইসলামপুরস্থ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিবিরের সভাপতি শিমুল মিয়া(২৪), শিবির কর্মী সাইফুল ইসলাম(২০) ও রাসেল মিয়া(২০)। পুলিশ জানায়, শুক্রবার উপজেলার ইসলামপুর থেকে তাদেরকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র রুখতে হবে,আশুগঞ্জে মুফতী আমিনীর স্মরণ সভায় বক্তরা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুফতী ফজলুল হক আমিনীর স্মরণসভায় বক্তারা ইসলামের বিরুদ্ধে ব্লগার-নাস্তিকদের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর জামিয়া ইউনুসিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মনিরুজ্জামান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনীর ছেলে ও খেলাফত মজলিসের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী।উপজেলার সোনারামপুর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বক্তৃতা করে সরাইল বেড়তলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জোবায়েদ আহমেদবিস্তারিত
তিনদিন পর শনিবার খুলছে আখাউড়া স্থলবন্দর
প্রতিনিধি :তিনদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে। সকালে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই অর্ধশত ট্রাক বন্দর এলাকায় অবস্থান নিয়েছে।আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, ’বুধ ও বৃহস্পতিবার ভারতে বন্ধ (হরতাল) থাকায় ভারতীয়রা পণ্য নেয়নি। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল (আজ) বন্দরের আমদানি-রপ্তানি ফের শুরু হচ্ছে’।
রোববার সমমনা ১২ দলের হরতাল
ডেস্ক টোয়েন্টি ফোর : শুক্রবার বায়তুল মোকাররমসহ সারাদেশে মিছিলে বাধা ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে ইসলামী সমমনা ১২দল। শুক্রবার বিকেলে ১২দলের সমন্বয়ক জাফর উল্লা খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়। যদিও জাফরুল্লাহ খান বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ হরতালে অন্যান্য ইসলামী দলের সমর্থন এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা জানান, সারাদেশে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।হরতালে সমর্থন দেওয়ার বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মাওলানা ওয়াসেল জানান,বিস্তারিত
ব্লগারদের শাস্তি দাবীতে কসবায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল
প্রতিনিধি : আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজীদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে। তৌহিদী জনতার ব্যানারে গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান এর নেতৃত্বে শতাধিক মুসল্লিদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন, হাফেজ মো. ইউসুফ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা রুহুল আমীন, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মো. বিল্লাল ও মো. শফিকুল ইসলাম মুন্সি প্রমুখ। অপর দিকে আড়াইবাড়ি জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল কদমতলা মোড় থেকেবিস্তারিত