Main Menu

Wednesday, February 13th, 2013

 

নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত-৮

প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা ও বুড়িশ্বর ইউনিয়নের অনন্তপুরে পৃথক পৃথক সংঘষে মহিলা সহ -৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমার জেরে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে প্রতি পরে আঘাতে মোঃ আউয়াল মিয়া, রবিউল আউয়াল, নবু মিয়া, রব্বানু, আফিয়া বেগম, আছমা বেগম মারাত্বক আহত হয়েছে। আহতদের নাসিরনগর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় মোঃ আব্দুর শুক্কুর বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা রুজু করলে পুলিশ ১নং এফ আই আর ভোক্ত আসামী মোঃ মহিবুল্লাহ (৪৫) গ্রেপ্তার করেন। আসামী মহিবুল্লাহ গ্রেপ্তারের পরবিস্তারিত


আখাউড়ায় ৫০০ পিস ইয়াবাসহ মাদক পাচরকারী আটক

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল আখাউড়া রেলওয়ে থানাধীন আখাউড়া রেলওয়ে ষ্টেশনে তূর্ণা নিশিতা ট্রেন হতে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ ইকবাল হোসেন (৩৩)কে আটক  করেছে। ইকবাল হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার বয়রাগাদীর মৃত ছাবেদ আলী হাওলাদারের ছেলে।র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।


কসবায় মাদক ও মটর সাইকেলসহ আটক দুই

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কসবা থানাধীন জয়নগর এলাকা হতে ১৫ কেজি গাঁজা, ৪০ বোতল লুপিকফ, ২০ বোতল আইকন এক্সপি ও ০১ টি মোটর সাইকেল সহ ০২ জনকে আটক করেছে।  আটককৃতরা হলেন, কসবার আলমপুর গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৬) ও বিষ্ণউরি গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (১৮)। র‌্যাব-৯, ভৈরব ক্যাম্পের মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বি-বাড়িয়া জেলার কসাবা থানায় ০১টি মামলা দায়ের করা হয়েছে।(সূত্র, র‌্যাব-৯ ভৈরব ক্যাম্প)