Main Menu

চলতি বছরে পবিত্র হজ পালন করবে ১৮ লাখ মানুষ

+100%-

hajj

ইসলাম ডেস্ক- চলতি বছর হজ মৌসুমে ১৮লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন। ১৩ লাখ মুসল্লি আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আর ৫লাখ দেশের (সৌদি আরবের) অভ্যন্তরীণ।

বিভিন্ন দেশের হাজিদের জন্য যে কোটা নির্ধারণ করা আছে তা আরো বৃদ্ধি করা হবে আগামীতে । তবে একটা সময় এই কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হবে। আগামী পাঁচ বছর পর ৫০লাখ লোক এক সঙ্গে হজ করতে পারবে। প্রতি বছর হাজিদের সংখ্যা বৃদ্ধি করা হবে।

‘পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিগণ যেন মার্স ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য তার মন্ত্রণালয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’

তথ্যসুত্র- ‘সৌদি দৈনিক ‘আল রিয়াদ’






Shares