Main Menu

মোবাইলের কলরেট কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই- আবদুল লতিফ সিদ্দিকী

+100%-

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন মোবাইল ফোনের কল চার্জ কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত মোস্তাফিজুর রহমান চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।

শামসুল হক চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিআরসি’র কোনো কর্মকর্তা কর্মচারী অবৈধ কল টার্মিনেশনের সঙ্গে জড়িত নেই। প্রতিদিন কি পরিমাণ কল অবৈধভাবে টার্মিনেশন হচ্ছে তা বলা সম্ভব না। তবে অবৈধ কল রোধে বিটিআরসি কাজ করে যাচ্ছে।

মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট বর্তমানে বাংলাদেশে। বিটিআরসি থেকে মোবাইল ফোনের সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মোবাইল ফোন কোম্পানিগুলো এ কলরেটেই তাদের ব্যবসার পরিকল্পনা করে থাকে যা কমিশন থেকে নিশ্চিত করা হয়।






Shares