Main Menu

‘চাঁদে সাঈদী’- নাটকীয় এক বছর গড়াল

+100%-

আজ সেই ভয়াল ৩ মার্। ২০১৩ সালের ৩ মার্চ রোববার ভোর থেকে জামায়াত শিবিরের সহিংসতায় বগুড়ায় নিহত হয় ১০ জন। হামলা চালিয়ে আগুন লাগানো হয় জেলার ৬টি থানা এবং কয়েকটি পুলিশ ফাঁড়িতে। আহত হয় কয়েক শত পুলিশ সদস্য। ধ্বংস হয় সরকারের প্রায় ১০ কোটি টাকার সম্পদ।

এ দিন বগুড়া জেলার কয়েকটি উপজেলার মসজিদের মাইকে থেকে চাঁদে সাঈদীর ছবি দেখা যাচ্ছে বলে গুজব ছড়ানো হয়।  প্ররোচণায় অনেক সাধারণ মানুষও নেমে আসে রাস্তায়। নারী আর শিশুদের সামনে রেখে শূরু হয় হামলা-লুট-ভাঙচুর-আগুন। হামলা চালানো হয় থানাগুলোতে। এ সহিংসতায় মারা যায় ১০ জন নিরীহ নারী পুরুষ। নিহতের পরিবারগুলো এখনো সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের বাড়ি, জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়ি, প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ খানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত সমর্থকরা।

এসব ঘটনায় মামলা হয়েছে ৫৬টি। প্রায় তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণ হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৮ শ’রও বেশি।(পরের সংবাদ) »Shares