Main Menu

হরতালে পেছালো জেএসসি পরীক্ষা

+100%-

১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে পূর্বনির্ধারিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ নভেম্বর।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারের আহ্বানা জানান। তবে নির্দলীয় সরকারের দাবিতে ডাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের এই হরতাল প্রত্যাহার করেনি বিরোধী জোট।

হরতাল ডাকার পর শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নভেম্বর-ডিসেম্বর ছাত্রছাত্রীদের পরীক্ষা ও পরীক্ষার প্রস্তুতির মাস। চার কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা বিবেচনা করে বিরোধীদলকে এ সময়ে হরতাল-অবরোধসহ জ্বালাও-পোড়াওর ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে বিরোধী দলের হরতাল আহ্বানের পরিপ্রেক্ষিতে সোমবারের নির্ধারিত জেএসসি পরীক্ষার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয়া হবে।






Shares