ডেস্ক ২৪: ভোলায় কোরআন শরীফ ছুঁয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন ঠেকানোর শপথ নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ১৯ অক্টোবর শনিবার বিকেলে ভোলায় বিএনপির ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনকালে এ শপথ নেন তারা। তবে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছুঁয়েরাজনৈতিক শপথ নেয়ায় ভোলা শহরে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরণের আলোচনা চলছে। শনিবার বিকেলে জেলা সদরের ৭৩টি কেন্দ্রের জন্য বিএনপির ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটিতে স্থান পায়নি বিএনপি জোটের অন্যতম শরীক দল বিজেপির কোন নেতাকর্মী।এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সাবেক বিএনপি সভাপতি এডভোকেট মোজাম্মেল হক, জেলা বিএনপি সম্পাদক মোঃ ফারুক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব, জেলা শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, যুবদল সহসভাপতি তরিকুল ইসলাম কায়েদ, ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন, মাঠ পর্যায়ের নেতাদের মধ্যে জিয়া উদ্দিন জিয়া, প্রভাষক হারুনুর রশিদ, এনায়েত হোসেন, মাইনুল ইসলাম, মোঃ জাহের, সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর, সাবেক ইউপি চেয়ারম্যান আবু নোমান, অলিউলাহ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা, ইউপি মেম্বার জসিম উদ্দিন, ইউপি মেম্বার হাসান মানছুর নিরব,কামালউদ্দিন, নজির আহম্মেদ, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভেদ ভুলে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন |