Main Menu

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

+100%-

ডেস্ক টোয়েন্টিফোর : আগামী ২৫ অক্টোবরের পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন“সচেতন দেশবাসী আপনারা জানেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি জাতির পিতা, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

গণতন্ত্র শক্তিশালীকরণের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন,”গণতন্ত্র তখনই শক্তিশালী হবে যখন সংবিধানের ভিত্তির ওপর দেশ প্রতিষ্ঠিত হবে। ২০০৭ সালে জগদ্দল পাথরের মতো দেশবাসীর ওপর যে অসাংবিধানিক শাসক চেপে বসেছিল। সেই শাসনের পুনরাবৃত্তি আর হবে না এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।”

জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। কৃষক শ্রমিক ও সাধারণ মানুষ, ও গার্মেন্টস শ্রমিকের আয় বৃদ্ধি পেয়েছে।

আমি বিশ্বাস করি যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে সেই জাতির উন্নয়ন কেউ থামাতে পারবে না।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সরাসরি সম্প্রচার করেছে। এছাড়া বেসরকারি সব টেলিভিশন চ্যানেলও প্রধানমন্ত্রীর ভাষণ একযোগে সম্প্রচার করা হয়েছে।

দেশের মানুষ যখন জাতীয় রাজনীতিতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কায় আছে, সরকারি দল ও বিরোধী দল যখন ২৫ অক্টোবর জনসভা নিয়ে মুখোমুখী অবস্থানে ঠিক তখন প্রধানমন্ত্রী এ ভাষণ দিলেন।






Shares