Main Menu

কুমারী পূজা

+100%-

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী পেরিয়ে শনিবার মহাষ্টমী। মহা অষ্টমীর প্রধান আকর্ষণ হচ্ছে কুমারী পূজা।

সারাদেশের রামকৃষ্ণ মন্দির ও মঠগুলোয় আয়োজন করা হয়েছে কুমারী পূজার। পঞ্জিকা অনুসারে সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা প্রশস্ত ও মহাষ্টমীর ব্রতোপবাস এবং বিকেল ৪টা ১৮ মিনিট থেকে ৫টা ০৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা আরম্ভ হবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, রামকৃষ্ণ মিশনে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা ৩৩ মিনিট থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে।

অষ্টমীর মহাতিথিতে এই কুমারী পূজা হয়ে থাকে। শাস্ত্রকাররা নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই পূজা করতে বলা হয়েছে। সনাতন ধর্মে নারীকে সম্মানের শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে। আর এটাই কুমারী পূজার মূল লক্ষ্য।

দেবী দুর্গার সামনে বসিয়ে এক কুমারীকে পূজা করা হয়। বিশুদ্ধ স্বভাবের নারীকে কুমারী হিসেবে নির্বাচিত করা হয় এবং পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।






Shares