Main Menu

ভিক্ষুকদের ‘যাকাত’ দিবেন না: সৌদি গ্র্যান্ড মুফতি

+100%-
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজীজ আশ শাইখ রাস্তায় ভিখারিদের যাকাত আল ফিতর না দেয়ার আহ্বান করেছেন। তিনি চাহিদা সম্পন্ন প্রকৃত ব্যক্তিদের ‘যাকাত’ দেয়ার পরামর্শ দিয়েছেন। যাকাত (ফিতরা) আদায়ের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন মসিজদের ইমামদের তিনি বলেছেন, ফিতরার মাল যথাসময়ে পাওনাদারের নিকট পৌঁছে দিন। এটা রাসূল (স.) এর নির্দেশ বলেও তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের তুর্কি বিন আবদুল আজীজ মসজিদে শুক্রবারের খোতবায় তিনি এ আহ্বান জানান।

শস্য ও চালের মাধ্যমে যাকাত আল ফিতর দেয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতি তিন কেজি ওজনের শস্য, চাল, বার্লি বা রান্না করা দুগ্ধজাত পণ্য যাকাত আল ফিতর হিসেবে দেয়া উত্তম। যা সম্পদশালী প্রত্যেক মুসলমানেরই দেয়া কর্তব্য। তিনি বলেন, রাসুল স. যাকাত আল ফিতর প্রত্যেক মুসলমান যুবক, বৃদ্ধ, ধ্বনী বা গরীবের জন্য দেয়া বাধ্যতামূলক করেছেন। যাদের বাড়ীতে কাজের লোক আছে তার জন্যও সমান পরিমাণ ফিতরা দিতে হবে বাড়ির কর্তাকে। ঈদের সময় কারও কাছে নিয়মিত ব্যয়ের অতিরিক্ত অর্থ অবিশষ্ট থাকলে তা দান করে দেয়া উচিত উল্লেখ করে গ্রান্ড মুফতি বলেন, দান করার মাধ্যমে পাপ থেকে পরিত্রাণের পাশাপাশি দুর্ভাগাদের উপকারও হয়। এটা ঈদের নামাজের আগেই পরিশোধ করে দেয়া উচিত। দুই দিন আগেও দেয়া যেতে পারে আবার ঠিক নামাজের প্রাক্কালেও দেয়া যেতে পারে বলে তিনি তার ফতোয়ায় উল্লেখ করেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তার করুণা লাভ করতে গরীবের সহায়তার আইন জারি করেছেন প্রিয়নবী মুহাম্মদ (স.) উল্লেখ করেন গ্রান্ড মুফতি। – আরব নিউজ






Shares