শনিবার ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো দুর্গত এলাকায় আসছেন খালেদা জিয়া
ডেস্ক টোয়েন্টিফোর : টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দিতে আগামী শনিবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, “শনিবার বিএনপি চেয়ারপারসনের ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা শুনেছি।” আর বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এবং তাদের পাশে দাঁড়াতে শনিবার বেগম খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে ১৮ দলের টানা ৩৬ ঘণ্টার হরতালের কারণে দেশে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে এই দিনেই খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া যাবেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র। গত শুক্রবার বিকেলে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ জনের প্রাণহানি ঘটে। এতে অসংখ্য মানুষ আহত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় পাঁচ শতাধিক ঘরবাড়ি। সোমবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |