Main Menu

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

+100%-

 


প্রতিবেদক :  আজ ২৬মার্চ। ‘৭১ এর এই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দেয়া হয়েছিল। ৭১’এর ১৬ মার্চ পাক হানাদার বাহিনীর আত্বসমপর্নের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার ঘোষনার
প্রেক্ষিতে ২৬ মার্চ কে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেই থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  হয়ে আসছে। এই দিবসের রাষ্ট্রীয় নানা কর্মসূচীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচী পালন করে থাকে। এসকল কর্মসূচীতে সাধারণের মানুষের অংশগ্রহন মহান স্বাধীনতা দিবসের প্রাপ্তির প্রতিফলন ঘটায়। মুছে যায় আগের দিন ২৫ মার্চ রাতের পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডসহ ধ্বংসলীলায় হারানোর সেই ভয়াবহ বেদনা। প্রতি বছরের ন্যায় এবারও আজকের দিবসটি পালনে জেলা প্রশাসন নিয়েছে দিনকাল ব্যাপী ব্যাপক কর্মসূচী। এই কর্মসূচীতে অংশগ্রহন ছাড়াও আওয়ামীলীগ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পালন করবে নিজস্ব নানা কর্মসূচি । পাশাপাশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইতিমধ্যেই নানা কর্মসূচী পালন করছে এবং আজ ও নানা কর্মসূচী পালন করবে। স্বাধীনতার আনন্দে উল্লসিত হওয়ার সাথে এই দিবসের প্রেরনায় যেন এদেশের আপামর জনতা উদ্বুদ্ধ হয়ে উঠে এই কামনা হোক সকলের।






Shares