Main Menu

রোববার সমমনা ১২ দলের হরতাল

+100%-

ডেস্ক টোয়েন্টি ফোর : শুক্রবার বায়তুল মোকাররমসহ সারাদেশে মিছিলে বাধা ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে ইসলামী সমমনা ১২দল। শুক্রবার বিকেলে ১২দলের সমন্বয়ক জাফর উল্লা খানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা জানানো হয়। যদিও জাফরুল্লাহ খান বর্তমানে কারাগারে রয়েছেন।

তবে এ হরতালে অন্যান্য ইসলামী দলের সমর্থন এখন পর্যন্ত পাওয়া যায়নি। বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা জানান, সারাদেশে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।হরতালে সমর্থন দেওয়ার বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

ইসলামী ঐক্যজোটের প্রচার সম্পাদক মাওলানা ওয়াসেল জানান, আজকের বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।৩০জনকে আটক করা হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি দিব। হরতালে সমর্থন দেওয়ার বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার আতিকুর রহমান বিক্ষোভ কর্মসুচিতে শতাধিক আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫জন।দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামের বিরুদ্ধে অপপ্রচারকারী‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসির দাবিতে শুক্রবার তারা দেশব্যাপী বিক্ষোভ করে। এ সময় তারা বিভিন্ন রাজধানীসহ বিভিন্ন জেলায় ভাঙচুর-অগ্নিসংযোগ চালায়। বিভিণ্ন স্থানে গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে পুড়িয়ে দেয়।

এসব ঘটনায় দেশজুড়ে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ সাধারণ মানুষ। ঝিনাইদহ, সিলেট ও গাইবান্ধায় সহিংসতায় নিহত হয়েছেন ৪ জন।






Shares