Main Menu

পড়শী এবার তাঁদের নিয়েই গড়ে তুললেন…..

+100%-
পড়শীর প্রথম একক অ্যালবাম ‘পড়শী’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। অ্যালবামটি জনপ্রিয় হওয়ার পর থেকেই মঞ্চ এবং বিভিন্ন অনুষ্ঠানে একটি নির্দিষ্ট যন্ত্রশিল্পীর দলের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে থাকেন পড়শী। এ দলটির সঙ্গে পড়শীর বেশ আন্তরিকতাও তৈরি হয়। পড়শী এবার তাঁদের নিয়েই গড়ে তুললেন নিজের ব্যান্ড দল ‘বর্ণমালা’।
ব্যান্ড গড়া প্রসঙ্গে পড়শী বলেন, ‘সব অনুষ্ঠানেই আমরা একসঙ্গে গান করি। কাজ করতে করতেই মনে হলো সবাই মিলে একটা ব্যান্ড করে ফেললে মন্দ হয় না! সেই ভাবনা থেকেই এই ব্যান্ড। এখন থেকে বর্ণমালার সঙ্গেই আমি সব খানে গান করব।’
ব্যান্ডের নাম বর্ণমালা কেন? পড়শী এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের জীবনের সঙ্গে সার্বক্ষণিকভাবে জড়িয়ে আছে বর্ণমালা। বর্ণমালা ছাড়া আমারা কোনোকিছুই চিন্তা করতে পারি না। ভাষার প্রতি প্রেম এবং শ্রদ্ধাবোধ থেকেই নামটি দিয়েছি।’
পড়শী আরও জানান, ‘সময়-সুযোগ বুঝে ‘বর্ণমালা’র জন্য আমরা নতুন গানও তৈরি করব। তবে আপাতত আমার একক গানগুলোর সঙ্গেই বাজাবেন তাঁরা।’
বর্ণমালার সদস্যরা হলেন পড়শী (ভোকাল), নাদিম আহমেদ (ভোকাল ও কি-বোর্ড), মিঠু (প্যাড ও ড্রামস), প্রিন্স (গিটার ও ভোকাল), অনির্বাণ (তবলা ও পার্কাশান), রিন্টু (বেজ), কামরুল (বাঁশি), স্বাক্ষর এহসান (ব্যান্ড ম্যানেজার)।
উল্লেখ্য, গত ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল পড়শীর দ্বিতীয় একক অ্যালবাম ‘পড়শী টু’। অ্যালবামের ‘খুঁজে খুঁজে’, ‘অনুশোচনা’, ‘নিঃস্ব’ গানগুলো এরই মধ্যে প্রশংসিত হয়েছে






Shares