এক কেজি ওজনের একজোড়া ইলিশ ২০ হাজার টাকা!
এক কেজি ওজনের একজোড়া ইলিশ। দাম শুরু ২০ হাজার টাকা থেকে। কষ্টকল্পনা নয়, বাস্তব। পয়লা বৈশাখের আগে এমনই আগুন লেগেছে দেশের ইলিশ বাজারে। রুপালি ফসল বিকোচ্ছে প্রায় রুপারই দামে। পয়লা বৈশাখ, অন্যতম বড় উত্সব। আর বাঙালির বর্ষবরণে লাগবেই ইলিশ। নতুন বছর আসে ইলিশের গন্ধে। ঘরে ঘরে তৈরি হয় ইলিশের নানা পদ। মেলায়, উত্সবে, অনুষ্ঠানেও ভোজ্যের তালিকায় সেই ইলিশ। রুপালি শস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাধ সেধেছে বর্ষবরণের আনন্দে। ঢাকা থেকে ময়মনসিংহ, রাজশাহী থেকে চট্টগ্রাম। বাংলাদেশের সব বাজারেই লেগেছে আগুন। বছরের প্রথম দিনটা মাছেভাতে কাটাতে পকেটে এবার ভালোই টান পড়ল। বর্ষায় যোগান বাড়লে ইলিশের এই দাম অনেকটাই কমবে বলে আশা করছেন বিক্রেতারা। |
« সরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে আশুগঞ্জের স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাংলা নববর্ষে ইঞ্জিনিয়ার খালেদ হসেন মাহবুব শ্যামলের শুভেচ্ছা »