Main Menu

এক কেজি ওজনের একজোড়া ইলিশ ২০ হাজার টাকা!

+100%-

এক কেজি ওজনের একজোড়া ইলিশ। দাম শুরু ২০ হাজার টাকা থেকে। কষ্টকল্পনা নয়, বাস্তব। পয়লা বৈশাখের আগে এমনই আগুন লেগেছে দেশের ইলিশ বাজারে। রুপালি ফসল বিকোচ্ছে প্রায় রুপারই দামে।

পয়লা বৈশাখ, অন্যতম বড় উত্সব। আর বাঙালির বর্ষবরণে লাগবেই ইলিশ। নতুন বছর আসে ইলিশের গন্ধে। ঘরে ঘরে তৈরি হয় ইলিশের নানা পদ। মেলায়, উত্সবে, অনুষ্ঠানেও ভোজ্যের তালিকায় সেই ইলিশ।

রুপালি শস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাধ সেধেছে বর্ষবরণের আনন্দে। ঢাকা থেকে ময়মনসিংহ, রাজশাহী থেকে চট্টগ্রাম। বাংলাদেশের সব বাজারেই লেগেছে আগুন। বছরের প্রথম দিনটা মাছেভাতে কাটাতে পকেটে এবার ভালোই টান পড়ল। বর্ষায় যোগান বাড়লে ইলিশের এই দাম অনেকটাই কমবে বলে আশা করছেন বিক্রেতারা।






Shares