Main Menu

মালয়েশিয়ায় দূতাবাস থেকে সহস্রাধিক পাসর্পোট গায়েব!

+100%-

মালয়েশিয়ার কুয়ালা লামপুরস্ত বাংলাদেশ দূতাবাস থেকে সহস্রাধিক পাসপোর্ট গায়েব হওয়ায় প্রশাসনে তোলপাড় চলছে। অবৈধ শ্রমিকদের হাতে তুলে দিতে ওই পাসপোর্ট গুলো ইস্যুর জন্য রাখা হয়েছিল। একটি সংঘবদ্ধ চত্রু দূতাবাসের অসৎকর্মকর্তা ও কর্মচারির সহযোগীতায় পাসপোর্ট গুলো গায়েব হয়েছে । এ নিয়ে সেদেশে অব¯হানরত বাংলাদেশী কমিউনিটিরা সুষ্ঠ্য তদন্তের দাবি জানিয়েছেন।সশ্লিষ্ট সুত্রে জানা যায়, মালয়েশিয়ায় কর্মরত প্রায় সাড়ে তিন লাখেরও বেশী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিতে হাতে লেখা পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ২০১১ সালের ১লা আগষ্ট মালয়েশিয়াস্ত দূতাবাসে পাসপোর্ট বিতরন শুরু করে। সশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে ২ লাখ ৩৬ হাজার আবেদন কারির মধ্যে ২ লাখ ৩৫ হাজার পাসপোর্ট বিতরন করেছে দূতাবাস কর্তৃপক্ক। গত ১৫ ফেব্রয়ারির মধ্যে সকল শ্রমিদের হাতে পাসপোর্ট বিতরন করার কথা থাকলেও এখনও পাসপোর্ট বিতরন শেষ হয়নি । এ ব্যপারে দূতাবাসের কর্মরত শ্রমকাউন্সিলর না প্রকাশ না করা সর্তে এ প্রতিবেদককে জানান, দূতাবাসের ৫ জন কর্মকর্তাকে হাতে লেখা পাসপোর্ট ইস্যু করার দায়িত্ব দেয়া হয়েছিল।ওই কর্মকর্তাদের কাছে পাসপোর্ট বিতরনের তালিকা চাওয়া হয়েছে। পাসপোর্টের হিসাব বুঝিয়ে দেয়ার আগ পর্যন্ত কিছু বলা যাবে না। তবে পাসপোর্ট গায়েবের প্রমান পেলে দোষিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্তা গ্রহন করা হবের্।






Shares