Main Menu

নবীনগরে মলয়া গানের প্রতিযোগীতা

+100%-

প্রতিনিধি : উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার সকালে শিল্পঙ্গনের উদ্যোগে ও উপজেলা প্রসাশনের তত্বাবধানে সাধক পুরুষ মহর্ষি মনোমোহন দত্তের ১৩৬তম জন্ম বর্ষ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মলয়া গানের প্রতিযোগীতার আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৪৫জন শিক্ষার্থী এই প্রতিযোগাতায় অংশ নেয়। শিল্পাঙ্গনের সভাপতি মো: হোসেন শান্তিার সভাপতিত্বে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, ছায়ানটের প্রাক্তন শিক্ষক হেলাল উদ্দিন ভূইয়া, শিল্পী চন্দন আচার্য্য, নিখিল ভট্টাচার্য ও হেলাল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসকাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, আব্বাস উদ্দিন হেলাল, ভোরের কাগজ প্রতিনিধি মো: নূরে আলম বিপ্লব সহ মনোমোহন আশ্রমের ভক্তবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথমআলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু। উল্লেখ্য এই সাধক পুরুষ মনোমোহন দত্ত উপজেলার সাতমোড়া গ্রামে ১৮৭৮খ্রি: জন্মগ্রহন করেন।






Shares