Main Menu

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু অতপর : লাখ টাকায় দফা-রফা

+100%-

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় রুজিনা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের ‘মা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে এই ঘটনা ঘটে।

নিহত রুজিনা উপজেলার সাহেবনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও একই এলাকার লহরী গ্রামের আমির হোসেনের স্ত্রী।

এ ঘটনার পর ক্লিনিক তালা দিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক, স্টাফ, মালিকপক্ষসহ সবাই গাঢাকা দিয়েছেন।

রুজিনার বাবা নজরুল ইসলাম জানান, শনিবার বিকেল ৩টার দিকে তিনি তার মেয়েকে ওই ক্লিনিকে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সুজিত চন্দ্র সরকার তার কোমরে একটি ইনজেকশন দেয়। এরপর আস্তে আস্তে তার অবস্থার অবনতি হতে থাকে। পরে ক্লিনিকের লোকজন রুজিনার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে পরিবারের সদস্যদের কুমিল্লা নিয়ে যেতে চাপ দেয়। রাত পৌনে ৮টার দিকে রুজিনা মারা যায়। ভুল চিকিৎসায় তার মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা।

এদিকে  রোজিনার লাশ নিয়ে তাঁর অর্ধশত আত্মীয়স্বজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা পালিয়ে যান। রাতে হাসপাতালের পরিচালক স্বপন এসে রোজিনার স্বজনদের এক লাখ টাকা দিয়ে ঘটনার রফাদফা করেন। মৃত্যুর ব্যাপারে চিকিৎসক সুজিত সরকার দাবি করেন, ‘আমি কোনো ভুল চিকিৎসা করিনি।
এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।






Shares