Main Menu

নবীনগরে ডায়রিয়ার প্রকট ১ সপ্তাহে শতাধিক রোগী, স্যালাইন সংকট

+100%-

প্রতিনিধি: গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডায়রিয়া প্রকট আকার ধারণ করেছে। আবহাওয়া পরিবর্তনের কারনে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয় চিকিৎসকরা মনে করছেন। তবে শিশুরাই এই রোগে অধিক বেশি আক্রান্ত হচ্ছে। গতকাল শনিবার পর্যন্ত এক সপ্তাহে  প্রায় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, উপজেলা সদর হাসাপালে স্যালাইনসহ বিভিন্ন ওষুধ নেই। তাই বাধ্য হয়ে রোগীর স্বজনরা অধিক দামে বাহির হইতে ওষুধ কিনছেন। এর ফলে দরিদ্র রোগীরা চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা সদর হাসপালের ইউএইচও মোঃ সাদেক মিয়া জানান, খাবার স্যালাইনের সমস্যা নেই। তবে আইভি স্যালাইনের পর্যাপ্ত পরিমান সাপ্লাই নেই। তারপরও ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।






Shares