Main Menu

নবীনগরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত ২০১৩

+100%-
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সারা দেশের ন্যায়  ১৮ দলীয় ঐক্যজোটের কেন্দীয় ওজেলা নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে  ৮৪ ঘন্টার ডাকা, হরতালের তৃতীয়  দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা  গতকাল মঙ্গলবার  সকালে ১৮ দলের(জামায়াত শিবির সহ) নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন সড়কে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল দেখা যায়।  মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম দেনু, সাবেক পৌর প্রশাসক ও সম্পাক মো: মলাই মিয়া, সাদেকুল হক ছাদির, ওবায়দুল হক লিটন, মফিজুল ইসলাম মুকুল, আশরাফুল ইসলাম রাজু, আবদুছ ছাত্তার, মাওলানা মেহেদি হাসান, কাজী রাসেদূল ইসলাম সুমন, ইফতেহার খান মামুন, মো: বকুল মিয়া,স্বপন ,শুক্কুর খান, মো:জামাল হোসেন , ইউসুফ আলি,   প্রমুখ। এদিকে হরতালে নাশকতা এড়াতে উপজেলার ছলিমগঞ্জ, শিবপুর, বাঙ্গরা বাজার সহ পৌর এলকার বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৮ দলের ডাকা দ্বিতীয়  দিনের হরতালে দুরপাল্লার বাস, লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়নি, তবে রিক্সা, অটোরিক্সা, সিএনজি, চলাচল ও সরকারী, আধাসরকারী অফিস, আদালত, বীমা ও ব্যাংকের লেনদেন ছিল সাভাবিক। এই রিপোট লেখা পর্যন্ত  হরতালের  কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।






Shares